|| সারাবেলা প্রতিনিধি, জামালপুর ||
দুই কিশোর মিলে ধর্ষণ করেছে এক শিশুকে। ঘটনাটি ঘটেছে জামালপুর সদর উপজেলার লক্ষীরচরে। শিশুটির বয়স ৫ বছর। পুলিশ অভিযুক্ত এক কিশোরকে গ্রেফতার করলেও অন্যজন পালিয়ে গেছে। শিশুটিকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কন্যা শিশুটির বাবা জানান, তারা স্বামী-স্ত্রী বাড়িতে না থাকায় প্রতিবেশী দুই কিশোর তার মেয়েকে ফুসলিয়ে তাদের ঘরে নিয়ে ধর্ষণ করে । এ সময় শিশুটির চিৎকারে বাড়ির লোকজন বিষয়টি বুঝতে পারলে কিশোর দুই জনই পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন রাতেই শিশুটিকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে এবং জামালপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান জানান, কন্যা শিশুটির বাবা সদর থানায় অভিযোগ করলে মধ্যরাতে অভিযান চালিয়ে লক্ষীরচর থেকে অভিযুক্ত এক কিশোরকে গ্রেফতার করে পুলিশ। আরেক কিশোর পালিয়ে গেছে। তবে তাকে দ্রুত গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ।
শিশুটির শারীরিক অবস্থা সম্পর্কে জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো: মাহফুজুর রহমান সোহান বলেন, শিশুটি হাসপাতালে ভর্তি আছে। তার চিকিৎসা চলছে। এছাড়া শিশুটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণে গাইনী বিশেষজ্ঞ ডা: ফাখরিয়া ইসলামকে প্রধান করে ৩ সদস্যের একটি কমিটি করা হয়েছে। যাবতীয় পরীক্ষা-নিরীক্ষাশেষে তাদের প্রতিবেদনের পর ধর্ষনের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। তদন্ত কমিটি খুব দ্রুত রিপোর্ট দিবে বলে আশা করছেন তিনি।
এদিকে মঙ্গলবার দুপুরে সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা ইয়াসমিন শিশুটিকে দেখতে হাসপাতালে যান এবং শিশুর পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তাসহ সব ধরণের সহায়তা দেয়ার আশ্বাস দেন।