ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

শুক্রবার (১৮ জুন) বিকাল অনুমান সাড়ে ৫টায় নিজ বাড়ির ছাদ থেকে নিচে পড়ে যাওয়ার কারণে এসএসসি পরীক্ষার্থী রাহাত আলমের মাথায় আঘাত পায়।

||  সারাবেলা প্রতিনিধি, সুনামগঞ্জ ||

সুনামগঞ্জে নিজ বাড়ির ছাদ থেকে নিচে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। মৃত ওই শিক্ষার্থীর নাম, রাহাত আলম (১৬)। সে জেলার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের কামাল মিয়ার ছেলে ও এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

শনিবার (১৯ জুন) সন্ধ্যায় সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক মৃত্যু হয়। পরে রাতেই ওই শিক্ষার্থীর লাশ নিজ গ্রামে এনে দাফন করা হয়েছে বলে জানাগেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৮ জুন) বিকাল অনুমান সাড়ে ৫টায় নিজ বাড়ির ছাদ থেকে নিচে পড়ে যাওয়ার কারণে এসএসসি পরীক্ষার্থী রাহাত আলমের মাথায় আঘাত পায়।

পরে তাকে উদ্ধার করে সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠায়। কিন্তু পরিবারের লোকজন সেখানে না গিয়ে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে আশংকাজনক অবস্থায় এসএসসি পরীক্ষার্থী রাহাত আলমকে ভর্তি করে।

এমতাবস্থায় গতকাল শনিবার (১৯ জুন) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এসএসসি পরীক্ষার্থী রাহাত আলমের অকাল মৃত্যুতে তার পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। কিন্তু ওই স্কুল ছাত্রকে কেউ ছাদ থেকে ফেলে দিয়েছে নাকি সে নিজেই পড়ে গেছে তা জানা যায়নি।

এঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) মোছলেহ উদ্দিন সাংবাদিকদের বলেন, এব্যাপারে থানায় কেউ কোন অভিযোগ নিয়ে আসেনি।      

সংবাদ সারাদিন