|| সারাবেলা প্রতিনিধি, গাইবান্ধা ||
গাইবান্ধায় নানা আয়োজন ও সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে স্বাধীন বাংলাদেশের স্থপতি ইতিহাসের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরর রহমানের জন্মশতবাষির্কী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। ১৭ই মার্চ বুধবার তোপধ্বনি ও সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনে কর্মসূচী শুরু করা হয়।
পরে বঙ্গবন্ধুর ম্যূরালে জেলা প্রশাসক আব্দুল মতিন, পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন, মুক্তিযুদ্ধা, সরকারী বেসরকারী প্রতিষ্ঠান, স্কুল-কলেজ, রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ পুস্পস্তবক অর্পন করেন।
দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগ আলোচনা সভাসহ নানা ধরণের কর্মসূচী গ্রহণ করেন। অপর দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবাষির্কী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে ১৭ই মার্চ সকালে ফুলছড়ি ও সাঘাটা উপজেলা হেডকোয়ার্টারে বঙ্গবন্ধুর ম্যূরালে পুস্পমাল্য অর্পণ শেষে ফুলছড়ি ও সাঘাটা আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাডভোকেট ফজলে রাব্বি বলেন, মুজিব মানে একটি দেশ, মুজিব মানে আন্দোলন, মুজিব মানে সংগ্রাম, মুজিব মানে স্বাধীনতার পতাকা।
এছাড়াও গোবিন্দগঞ্জ, সুন্দরগঞ্জ, সাদুল্যাপুর ও পলাশবাড়ী উপজেলায় বিভিন্ন কর্মসূচরি মাধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।