কুমিল্লায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

কুমিল্লার বরুড়ায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক যুবক। তার নাম মো. সোহেল। বয়স ৩৮। নিহত সোহেল উপজেলার লক্ষীপুর গ্রামের জাফর আহম্মেদের ছেলে।

|| সারাবেলা প্রতিনিধি, কুমিল্লা ||

কুমিল্লার বরুড়ায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক যুবক। তার নাম মো. সোহেল। বয়স ৩৮। নিহত সোহেল উপজেলার লক্ষীপুর গ্রামের জাফর আহম্মেদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, মঙ্গলবার ১৬ই মার্চ রাত সাড়ে ১১টায় নিজের ফ্লেক্সিলোডের দোকান বন্ধ করে লক্ষীপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীরা পথরোধ করে তার। সাথে থাকা টাকা ও মোবাইল কেড়ে নিয়ে তাকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। 

এ বিষয়ে বরুড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) চন্দন ক্লান্তি দাশ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। লাশ কুমিল্লা মেডিকেল কলেজে আছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে মামলার প্রস্ততি চলছে। 

সংবাদ সারাদিন