|| সারাবেলা প্রতিনিধি, কুড়িগ্রাম ||
কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাতদরগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এখন পুরোপুরি একজন খাদ্য ব্যাবসায়ীর দখলে রয়েছে। অভিযোগ রয়েছে,শিশু বাচ্চাদের জন্য নির্মিত শ্রেণিকক্ষের সবকিছু আটোসাটো করে অযত্ন অবহেলায় রেখে সেখানে মীরকাটা স্থাপন করে দীর্ঘদিন ধরে ধানের ব্যাবসা চালানো হচ্ছে। তিনটি রুমে বর্তমানে বিপুল পরিমাণ ধান মজুত রয়েছে।
সরেজমিন গিয়ে দেখা যায়, উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নে অবস্থিত সাতদরগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিচ তলার ৩টি শ্রেনী কক্ষই ধান দিয়ে ভর্তি। ধান ওজন দেবার জন্য মিরকাটাও স্থাপন করা হয়েছে।
খোঁজ নিয়ে যানাযায়, করোনাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার সুযোগে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি নজরুল ইসলামের ভাগ্নে ধান ব্যাবসায়ী কামরুজ্জামান প্রতিষ্ঠানটি যেন তার নিজস্ব গোডাউনে পরিণত করেছে।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি জানতেন না বলে জানান। তবে দপ্তরী কাম পিয়নের মাধ্যমে বিষয়টি শুনেছেন।