||অনলাইন প্রতিনিধি, কিশোরগঞ্জ||
কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন ৬ জন। জেলা সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান শুক্রবার দুপুরে এই তথ্য জানান।
আক্রান্তদের মধ্যে দুই জন কিশোরগঞ্জ সদর উপজেলার, দুই জন ইটনা, এক জন ভৈরব ও এক জন পাকুন্দিয়া উপজেলার বাসিন্দা। এ নিয়ে এখন পর্যন্ত করোনাভাইরাসে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো সাত জন।
সিভিল সার্জন জানান, বৃহস্পতিবার ৯ই এপ্রিল ৩১ জনের নমুনা পরীক্ষার জন্য মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) এ পাঠানো হয়েছিল। তাদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ছয় জন। শুক্রবার নতুন করে ৩৪ জনের নমুনা পরীক্ষার জন্য মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) এ পাঠানো হয়েছে। করোনাভাইরাস শনাক্ত হওয়া ব্যক্তিরা তাদের বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন।
এর আগে গত সোমবার ভোর রাতে জেলায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা যান। মৃত্যুর পর নমুনা পরীক্ষায় তার কোভিড-১৯ পজিটিভ আসে। করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি মুসলিমপাড়ার ওই ব্যক্তি (৪৭) রাজধানী ঢাকায় একটি মুদি দোকান চালাতেন। এ ঘটনায় উপজেলার কাদিরজঙ্গল ও জাফরাবাদ ইউনিয়ন ‘সম্পূর্ন লকডাউন’ করেছে প্রশাসন।
