ঈদের একদিনে করোনায় মৃত ২১ শনাক্ত ১৯৭৫

|| সারাবেলা প্রতিবেদন, ঢাকা ||

করোনা সংক্রমণের এই দুর্যোগের মধ্যে ঈদের একদিনে নতুন করে ১৯ জনের মারা যাওয়ার মধ্য দিয়ে দেশে মৃতের মোট সংখ্যা দাঁড়ালো ৫০১ এ। আর সর্বাধিক নতুন রোগী শনাক্ত হয়েছে ১৯৭৫ জন।

স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে যুক্ত হয়ে প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা করোনা সংক্রমণের সবশেষ এই তথ্য জানিয়ে বলেন, সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরো ১৯৭৫ জন সংক্রমিত হওয়ায় দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হল ৩৫ হাজার ৫৮৫ জন।

গত ৮ই মার্চ বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ার পর মৃত ও শনাক্তের দিক থেকে এই সংখ্যা সর্বাধিক। এছাড়া সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৩৩ জন। সব মিলয়ে এ পর্যন্ত মোট ৭ হাজার ৩৩৪ জন সুস্থ হয়ে উঠলেন।

ডা. নাসিমা সুলতানা বলেন, গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ১৬ জন পুরুষ, ৫ জন নারী। শনাক্ত রোগীর সংখ্যার বিবেচনায় সুস্থতার হার ২০ দশমিক ৬১ শতাংশ, মৃত্যু হার ১ দশমিক ৪১ শতাংশ। আর গত এক দিনে দেশের ৪৮টি ল্যাবে ৯ হাজার ৪৫১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ঢাকায় নতুন যুক্ত হয়েছে ল্যাব এইড হাসপাতালের ল্যাব।

এই সময়ে নতুন করে ২৮৪ জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে। বর্তমানে সারা দেশে আইসোলেশনে রয়েছেন ৪ হাজার ৬৫৩ জন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন