|| সারাবেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ||
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে তার সিরাজগঞ্জে গ্রামের বাড়ি উল্লাপাড়াতে। স্থানীয় সরকারি আকবর আলী কলেজ মাঠে বৃহস্পতিবার বেলা ১২টায় জানাজা শেষে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। জানাজার আগে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সর্বস্তরের জনগণ তাকে ফুলেল শ্রদ্ধা জানান।
তার ছেলে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য তানভীর ইমাম, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, জেলার ডিসি ফারুক আহাম্মদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কে এম হোসেন আলী হাসান, উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমী উল্লাপাড়ায় অনুষ্ঠিত প্রথম জানাজায় ছিলেন।

জানাজা শেষে বেলা সাড়ে ১২টার দিকে হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়। এর আগে সকাল সাড়ে ১০টায় উল্লাপাড়ার তার গ্রাম সোনতলা উচ্চবিদ্যালয় মাঠে হেলিকপ্টারে মৃতদেহ আনা হয়।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, এইচ টি ইমামের কফিন আবার ঢাকায় আনার পর বেলা দেড়টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে সবার শ্রদ্ধা নিবেদনের জন্য।
বাদ আছর গুলশানের আজাদ মসজিদে আরেক দফা জানাজার পর এইচ টি ইমামের মরদেহ নেওয়া হবে বনানী কবরস্থানে। সেখানে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে এই মুক্তিযোদ্ধার প্রতি রাষ্ট্রীয় সম্মান জানানো হবে। পরে বনানীতেই তাকে দাফন করা হবে।
ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)বৃহস্পতিবার ভোরে মারা যান এইচ টি ইমাম। তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত নানা রোগে চিকিৎসা নিচ্ছিলেন।