অসুস্থ মেয়েকে দেখতে বাড়ি আসার পথে সড়কেই প্রাণ গেলো বাবার

লকডাউনে কোন যান না থাকায় শুক্রবার সকালে নিজের মোটরসাইকেলেই ঢাকা থেকে ফেনীর উদ্দেশ্যে রওনা দেন পুলক। কুমিল্লা পর্যন্ত এসে পৌঁছলে কুমিল্লা ক্যান্টনমেন্টের কাছে তার মোটর সাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয় কাভার্ড ভ্যান। রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাত পান পুলক। ঘটনাস্থলেই মারা যান তিনি।

|| সারাবেলা প্রতিনিধি, ফেনী ||

ছোট মেয়ের অসুস্থতার খবর শুনে কর্মস্থল ঢাকা থেকে ফেনীর উদ্দেশ্যে শুক্রবার ৯ই জুলাই সকালে সড়ক পথে নিজ মোটরসাইকেলে রওয়ানা দেন বাবা সাইফুল কবির পুলক (৩৫)।

কিন্তু মেয়েকে দেখার ইচ্ছা সড়কেই নিভে গেল পুলকের। ঘাতক কাভার্ড ভ্যান পুলকের মোটর সাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে সড়কেই প্রাণ যায় তার।

নিহত পুলকের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, লকডাউনে কোন যান না থাকায় শুক্রবার সকালে নিজের মোটরসাইকেলেই ঢাকা থেকে ফেনীর উদ্দেশ্যে রওনা দেন পুলক। পথিমধ্যে আনুমানিক সকাল ১০টার দিকে কুমিল্লা পর্যন্ত এসে পৌঁছলে কুমিল্লা ক্যান্টনমেন্টের কাছে তার মোটর সাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয় একটি কাভার্ড ভ্যান। মোটর সাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান পুলক। ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে পুলকের মরদেহ দুপুরে ফেনীর নাজির রোডের বাসায় এসে পৌঁছায়।

নিহত পুলকের ফুফাতো ভাই ফেনীর কাজীরবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট কাজী বুলবুল আহমেদ সোহাগ জানান, নিহত সাইফুল কবির পুলক ফেনী সদর উপজেলার শর্শদি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. শাহজাহান কবিরের ছোট সন্তান।দুই সন্তানের মধ্যে পুলক ছিল ছোট। তার মা, স্ত্রী ও ছোট দু’টি কন্যা সন্তান রয়েছে। সে ঢাকায় পারটেক্স গ্রুপে চাকরি করতেন।

নিহত পুলকের মরদেহ ফেনী আসার পর বাদ আছর শহরের কুমিল্লা বাসস্ট্যান্ড এলাকার জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে ১ম জানাজা এবং ফতেহপুর ঈদগাহ ময়দানে ২য় জানাজা শেষে সন্ধ্যায় তার গ্রামের বাড়ী ফতেহপুরের শাহেন শাহ ফকির মাজারের পাশের কবরস্থানে তাকে দাফন করা হয়।

এদিকে পুলকের আকস্মিক অকাল মৃত্যুতে  ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের তাঁর এসএসসি -২০০৩ ব্যাচের শিক্ষার্থীরা সহ বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।

সংবাদ সারাদিন