সারাদেশে উদযাপিত হলো বিশ্বনারী দিবস

করোনাসময়ে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব এই শ্লোগান নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও উদযাপন করা হলো আন্তর্জাতিক নারী দিবস।

|| সারাবেলা ডেস্ক ||

করোনাসময়ে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব এই শ্লোগান নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও উদযাপন করা হলো আন্তর্জাতিক নারী দিবস। দেশের বিভিন্ন স্থানে পালিত এই আয়োজনের খবর করেছেন আমাদের প্রতিনিধিরা।  

র‌্যালি করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থিরা

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে  ‘একুশ শতকের চাওয়া, একুশের প্রাপ্তি: নারীর জেগে ওঠা, নারীর মুক্তি’ স্লোগানকে সামনে রেখে র‌্যালি করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীরা।

সোমবার ৮ই মার্চ সকালে এই র‌্যালি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র‌্যালিতে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম এবং আবাসিক শিক্ষক ড. প্রতিভা রানী কর্মকারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম বলেন, “আমাকে অল্প কিছুদিন আগে যেহেতু বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের প্রভোস্ট করা হয়েছে, তাই ভাবলাম নারী দিবসে কিছু একটা করা দরকার। তাই এই র‌্যালির আয়োজন।”

দিনটি উপলক্ষে তিনি বলেন, “নারীদের অধিকার আদায়ে সবাইকে এগিয়ে আসতে হবে। নারী দিবস ঠিকই পালন হচ্ছে কিন্তু নারীদের এখনও মুক্তি হয়নি। নারীদের সাফল্যের গল্পগুলো প্রকাশ করতে হবে, তেমনি বঞ্চিত নারীদের অধিকার আদায়ে কথা বলতে হবে।”

প্রসঙ্গত, আন্তর্জাতিক নারী দিবস (পূর্বনাম আন্তর্জাতিক কর্মজীবী নারী দিবস) প্রতি বছর মার্চ মাসের ৮ তারিখে পালিত হয়। বিশ্বব্যাপী নারীরা একটি প্রধান উপলক্ষ হিসেবে এই দিন উদযাপন করে থাকেন। বিশ্বের এক এক প্রান্তে নারীদিবস উদযাপনের প্রধান লক্ষ্য এক এক প্রকার হয়। কোথাও নারীর প্রতি সাধারণ সম্মান ও শ্রদ্ধা উদযাপনের মুখ্য বিষয় হয়, আবার কোথাও নারীদের আর্থিক, রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠাটি বেশি গুরুত্ব পায়।

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব এই শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ আলোচানা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০ টার দিকে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক চত্বরের বঙ্গবন্ধু মঞ্চে অনুষ্ঠিত এই সভায় বেশ কয়েকজন নারী উদ্যোক্তা অংশ নেন। যারা তাদের সাফল্য ও সংগ্রামের কথা তুলে ধরেন।

মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাহিদা আকতার এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক এ. কে .এম তাজকির-উজ-জামান, নবাবগঞ্জ সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ মোসাম্মৎ মনোয়ারা খাতুন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান এ্যাড. ইয়াসমিন সুলতানা রুমা, সদর উপজেলার নির্বাহী কর্তকর্তা নাজমুল ইসলাম সরকারসহ প্রমুখ।

বক্তারা এসময় বলেন, পুরুষের পাশাপাশি নারীদের সমান অধিকার দিতে হবে। এখনো নারীরা অনেক পিছিয়ে আছে। পিছিযে পড়া নারীদের কর্মদক্ষতার মাধ্যমে সামনের দিকে এগিয়ে নিয়ে আসতে হবে।  

গাজীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

‘‘করোনাকালে নারী নের্তৃত্ব,গড়বে নতুন সমতার বিশ্ব’’ এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য র‌্যালি,আলোচনা সভা ও শুভেচ্ছা স্মারক প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে গাজীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

সোমবার সকালে মহিলাবিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা, টিআইবি, এসএনভি, ও কেয়ার বাংলাদেশ সম্মিলিতভাবে জেলা প্রশাসকের কার্যালয়ের নাট মন্দিরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে।   

জেলা তথ্য অফিসার মো. জালাল উদ্দিনের সঞ্চালনায় ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ডা. নন্দিতা মালাকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট রীনা পারভীন ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শেলিনা ইউনুস ও হোসনে আরা সিদ্দিকী জুলী।

স্বাগত বক্তব্য রাখেন গাজীপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শাহানাজ আক্তার।

এছাড়া আন্তর্জাতিক নারী দিবস-২০২১ উদযাপন উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে ‘‘মুক্তিযুদ্ধে নারীর ভূমিকা’’ বিষয়ক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

অন্যদিকে মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১-এ মহিলা বিষয়ক অধিদপ্তর গাজীপুর থেকে অংশগ্রহণকারী ১০ জন প্রশিক্ষণার্থীকে শুভেচ্ছা উপহার দেয়া হয়েছে।

জামালগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় ‘শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা’-প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ই মার্চ সোমবার আর্ন্তজাতিক নারী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব।

নারীনেত্রী শাহানা আল আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা রানী মোদক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী, সাবেক ভাইস চেয়ারম্যান মিসবাহ উদ্দিন, উপজেলা মহিলা পরিষদ সভানেত্রী শেখ আয়েশা বেগম।

শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা মহিলা অধিদপ্তরের প্রশিক্ষক লক্ষ্মী রানী দাস। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সুনামগঞ্জ থেকে আগত সাংবাদিক একেএম কুদরত পাশা, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, মহিলা পরিষদের সহ সভাপতি দীপশ্রী তালুকদার, জেলা মহিলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মারজানা ইসলাম শিবনা, নারীনেত্রী লতিফা বেগম প্রমুখ।

লক্ষ্মীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব এমন প্রতিপাদ্যকে সঙ্গে নিয়ে ৮ই মার্চ সোমবার স্থানীয় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আন্তজার্তিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা মহিলা সংস্থার যৌথ আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভৃঁইয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন ডা. আবদুল গফফার, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুলতানা জোবেদা খানম, জাতীয় মহিলা সংস্থার জেলা শাখার চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন লিকা, নারী নেত্রী মমতাজ বেগম প্রমুখ।

এসময় বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

নড়াইলে নারী দিবসে নিজেদের কথা বললেন নারী পুলিশরা

ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে নড়াইলে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার ৮ই মার্চ দুপুরে পুলিশ লাইন্স মিলনায়তনে নড়াইল জেলায় কর্মরত নারী পুলিশ সদস্যদের ফুলেল শুভেচ্ছা, কর্মক্ষেত্রে অনূভূতি প্রকাশ, আলোচনা সভা ও খাবার বিতরণ করা হয়।

পুলিশ সুপার প্রবীর কুমার রায়ের (পিপিএম-বার) সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, নড়াইলের প্রথম নারী পুলিশ কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার তানজিলা সিদ্দিকা, নড়াইল জেলায় কর্মরত খুলনা বিভাগের প্রথম নারী ওসি (নড়াগাতী থানা) রোকসানা খাতুন এবং প্রথম নারী মেয়র (নড়াইল পৌরসভা) আঞ্জুমান আরা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রওশন আরা কবির লিলি, জাতীয় মহিলা সংস্থা নড়াইলের চেয়ারম্যান সালমা রহমান কবিতা, নড়াইল পৌরসভার কাউন্সিলর ইপি রানীসহ নারী পুলিশ সদস্যরা।

অনুষ্ঠানে নারী পুলিশ কর্মকর্তাসহ জনপ্রতিনিধিরা বলেন, কর্মক্ষেত্রে নারীরা এখন আর পিছিয়ে নেই। পুরুষের পাশাপাশি রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নারীরা অগ্রণী ভূমিকা পালন করছেন। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াতকে অনুসরণ করে এগিয়ে যাচ্ছেন তারা। 

কুড়িগ্রামে আন্তর্জাতিক নারী দিবস পালিত

“করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে  কুড়িগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরাম (এইচ আর ডি এফ) কুড়িগ্রাম এর উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি কুড়িগ্রাম সরকারী কলেজ থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে। র‌্যালিতে শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

পরে কলেজ প্রাঙ্গনে মানববন্ধনে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম সরকারী কলেজের উপাধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরামের সভাপতি রাজু মোস্তাফিজ সহ কলেজের ছাত্র-ছাত্রীরা।                                                   

ফেনীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ – এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৮ই মার্চ জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুন্নেছা।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসরীন আক্তারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা, ইসলামিক ফাউন্ডেশন ফেনীর উপ পরিচালক সামসাদ জাহান খান, জাতীয় মহিলা সংস্থার সদস্য আঞ্জুমান আরা গিয়াস খুকু প্রমুখ।

এছাড়াও আলোচনা সভায় প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, নারী উদ্যোক্তা, এনজিও প্রতিনিধিসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সারাদিন