শপিংমল খোলার বিপক্ষে ৯৩ শতাংশ মানুষ

|| সারাবেলা প্রতিবেদন, ঢাকা ||

করোনাভাইরাস সংক্রমণের এমন সময়ে দেশে শপিংমল খুলে দেওয়ার পক্ষে না দেশের ৯৩ শতাংশ মানুষ। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) এক ফেসবুক জরিপে উঠে এসেছে এমন তথ্য।

শনিবার আগামী অর্থবছরের জাতীয় বাজেটের জন্য সিপিডির সুপারিশমালা উপস্থাপনের আগে ফেসবুক জরিপের এই তথ্য উপস্থাপন করেন সংস্থার নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন ।

তিনি জানান, করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতিতে শপিংমল খোলার বিরুদ্ধে মত দেওয়ার পাশাপাশি জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৯৬ শতাংশ উত্তরদাতাই জানিয়েছেন, এই মুহূর্তে দেশে শপিংমল খুলে দেওয়া হলেও তারা যাবেন না।

ড. ফাহমিদা জানান, জরিপের শপিংমল খুলে দেওয়া উচিত হবে কিনা- এমন প্রশ্নের উত্তর দেন ২ হাজার ২৬০ জন। এই উত্তরদাতাদের মধ্যে ২ হাজার ১০০ জনই ‘না’ সূচক জবাব দেন। ‘হ্যাঁ’ সূচক জবাব দেন ১৬০ জন। আর শপিংমল খোলা হলেও কেনাকাটা করতে যাবেন কিনা- এ প্রশ্নের উত্তর দেন ১ হাজার ৪৭ জন। এদের মধ্যে ১ হাজার জন ‘না’ সূচক এবং ৪৭ জন ‘হ্যাঁ’ সূচক জবাব দেন।

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিনই উদ্বেগজনক হারে বাড়লেও ‌১০ই মে রোববার থেকে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিংমল খুলে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে সরকার।

যদিও দেশের সবচেয়ে বড় শপিংমল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ ও ঢাকা নিউমার্কেট ব্যবসায়ী সমিতি ইতোমধ্যেই ঘোষণা করেছে, চলমান এ পরিস্থিতির উন্নতি না হলে রোজায় তারা শপিংমল খুলবেন না। উদ্ভূত পরিস্থিতিতে সারাদেশের ব্যবসায়ীরা দোকানপাট খোলা নিয়ে বেশ দ্বিধাদ্বন্দ্বে আছেন।

চট্টগ্রামেও বেশীর ভাগ দোকানমালিক বলেছেন তারা এমন ঝুঁকিপূর্ন পরিস্থিতিতে দোকান খুলতে চাইছেন না। একই অবস্থা দেশের বিভাগীয় অন্য শহরগুলোতেও।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন