লকডাউনে শুধু ঢাকায় গ্রেফতার ৬২৯৪ জন, জরিমানা দেড় কোটি টাকার বেশী

কয়েকদিন আগে শিল্প কারখানা খুলে দেওয়ার পর ঢাকায় লকডাউন অনেকটাই শিথিল হয়ে পড়েছে। গনপরিবহন না চললেও সড়কে বেড়েছে ব্যক্তিগত গাড়ি, সিএনজি ও রিকসা। যানজটও হচ্ছে। মানুষের চলাচলও বেড়েছে অনেক।

|| সারাবেলা প্রতিবেদন ||

করোনা মহামারি নিয়ন্ত্রণে জারি করা ‘কঠোর লকডাউন’ অমান্য করায় গেলো ১৪ দিনে শুধু ঢাকাতেই ৬ হাজার ২৯৪ জন গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বৃহস্পতিবার এই তথ্য জানানোর পাশাপাশি বলেছে, এই ১৪ দিনে ২ হাজার ৩৬০ জনের কাছ থেকে মোট ২৮ লাখ ১৪ হাজার ১০৫ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে একই সময়ে মোট ৬ হাজার ৫০টিকে গাড়ির মালিকের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে আরও এক কোটি ৩১ লাখ ৭০ হাজার ৫শ’ টাকা।

ঢাকা মহানগর পুলিশের (ট্রাফিক) অতিরিক্ত কমিশনার ইফতেখারুল ইসলাম জানিয়েছেন, বৃহস্পতিবারও ৩৮৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার সবাইকে আদালতে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেছেন, অধিকাংশ ক্ষেত্রেই জরিমানা দিয়ে ছাড়া পেয়েছেন অনেকেই।

করোনাভাইরাস মহামারীর দেড় বছরে এখনই সবচেয়ে ভয়াবহ অবস্থা পার করছে বাংলাদেশে। সংক্রমণ ও মৃত্যু লাফিয়ে বাড়ায় পরিস্থিতি সামাল দিতে গত ১লা জুলাই দেশে লকডাউন জারি করা হলেও বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করে কোরবানির ঈদের সময় নয় দিন তা শিথিল করা হয়েছিল।

ঈদের ছুটির পর ২৩শে জুলাই থেকে আবার লকডাউন শুরু হয়, যা ১০ই অগাস্ট অবধি চালানোর ঘোষণা রয়েছে। এরপর শর্ত সাপেক্ষে বিধি-নিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

তবে কয়েকদিন আগে শিল্প কারখানা খুলে দেওয়ার পর ঢাকায় লকডাউন অনেকটাই শিথিল হয়ে পড়েছে। গনপরিবহন না চললেও সড়কে বেড়েছে ব্যক্তিগত গাড়ি, সিএনজি ও রিকসা। যানজটও হচ্ছে। মানুষের চলাচলও বেড়েছে অনেক।

সংবাদ সারাদিন