রোনালদো, মাস্কটা পরে নিন !

উয়েফা নেশনস লিগে গতকাল দেশের হয়ে খেলা হয়নি রোনালদোর। কারণ পায়ের সংক্রমণ। তাই বলে ক্রোয়েশিয়ার বিপক্ষে নিজ দেশের ম্যাচ না দেখে থাকেননি। তবে তারকা যেদিকে যায় সংবাদ সেদিকে ধায়।

।। খেলা সারাবেলা ।।

উয়েফা নেশনস লিগে গতকাল দেশের হয়ে খেলা হয়নি রোনালদোর। কারণ পায়ের সংক্রমণ। তাই বলে ক্রোয়েশিয়ার বিপক্ষে নিজ দেশের ম্যাচ না দেখে থাকেননি। তবে তারকা যেদিকে যায় সংবাদ সেদিকে ধায়। রোনালদো এবার সংবাদ খেলার বাইরের কারণে।
মাঠে মাস্ক না পরে সংবাদের শিরোনাম হয়েছেন ক্রিশ্চিয়ানো। স্টেডিয়ামে বসে খেলা দেখার সময় মাস্ক পরতে ভুলে গিয়েছিলেন তিনি। যে ভুল শুধরে দিতে ম্যাচ অফিসিয়ালকেও উঠে আসতে হয়েছিল।
মাঠে বসেই পর্তুগালের খেলা উপভোগ করেছেন রোনালেদা। করোনাকালের পর থেকেই স্টেডিয়ামে কড়া স্বাস্থ্যবিধি মানার বাধ্যবাধকতা রয়েছে। ম্যাচের সময় দেখা যায় সতীর্থরা মাস্ক পরে থাকলেও রোনালদো বসে ছিলেন মাস্ক ছাড়াই। তখনই তাকে করোনাকালের প্রোটোকল মনে করিয়ে দিতে সামনে চলে আসেন এক নারী অফিসিয়াল।

এতে অনেকটা বিব্রতকর অবস্থায় পড়লেও দ্রুত নিজেকে সামলে কোনো তর্কে না গিয়েসঙ্গে সঙ্গে মুখে মাস্ক পরে নেন।ম্যাচের পরের অংশটুক মাস্ক পরেই দেখেন তিনি।

নেশনস লিগের গতবারের চ্যাম্পিয়ন পর্তুগাল ৪-১ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়াকে। জোয়াও ক্যানসেলো, ডিয়োগো জোটা ও জোয়াও ফেলিক্সের গোলে পর্তুগাল ৩-০ করে ফেলার পর অতিরিক্তি সময়ে পেতকোভিচ একটি গোল শোধ করেন। তার পর পর্তুগিজদের হয়ে চতুর্থ গোল করেছেন আন্দ্রে সিলভা।

মঙ্গলবার পর্তুগালের পরের ম্যাচে প্রতিপক্ষ সুইডেন। এই ম্যাচেও রোনালদোর থাকা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস বলেছেন, ‘ওকে তো বিশ্রাম দেইনি। ও অনুশীলন করেছে, এখন ভালো আছে। তাই আমাদের সঙ্গে সুইডেনে যাবে। তবে সেখানে দেখতে হবে ও কতটুকু সুস্থ। ওর অবশ্য চোট নেই, কিন্তু আগে সংক্রমণ থেকে তো পুরোপুরি সেরে উঠতে হবে।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন