মিথ্যা ধর্ষণ মামলা করায় বাদীর ৫ বছরের কারাদণ্ড

জয়পুরহাটে ধর্ষণের মিথ্যা মামলা দায়ের করায় বাদী লিলিফা বানু (৪২) কে ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের জেল দিয়েছেন আদালত।

|| সারাবেলা প্রতিনিধি, জয়পুরহাট ||

জয়পুরহাটে ধর্ষণের মিথ্যা মামলা দায়ের করায় বাদী লিলিফা বানু (৪২) কে ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের জেল দিয়েছেন আদালত।

সোমবার ২রা নভেম্বর বিকেলে জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ রুস্তম আলী এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত লিলিফা বানু সদর উপজেলার সুন্দরপুর গ্রামের শাহাজাহান আলীর স্ত্রী।

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৩ জুন লিলিফা বিবিকে ধর্ষণের অভিযোগে তিনি নিজেই বাদী হয়ে ২০১৯ সালের ২৭ জুন একই গ্রামের রুহুল আমিনের (৫৫) বিরুদ্ধে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। ঘটনার কোন সত্যতা পাওয়া যায়নি মর্মে পিবিআই আদালতে তদন্ত রিপোর্ট দাখিল করেন। পরে আদালতের শুনানি শেষে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে রুহুল আমিনকে শাস্তি দিতে বাদী নিজেই ধর্ষণের শিকার হয়েছে অভিযোগে মিথ্যা মামলা করেন।

বিষয়টি আদালতে প্রমাণিত হওয়ায় ধর্ষণের মিথ্যা মামলা করায় লিলিফাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের জেল দেন বিচারক। একই সঙ্গে রুহুল আমিনকে মামলা থেকে অব্যাহতির আদেশ দেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক। বাদী পক্ষের আইনজীবি এ্যাডঃ মোঃ মামুন কবির লাবু ও রাষ্ট্রপক্ষের আইনজীবি এ্যাডঃ নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন