মন্ত্রী জানালেন গণপরিবহন চালুর কথা ভাবছে সরকার

“লকডাউনের পর জনস্বার্থের কথা বিবেচনায় রেখে সরকার ঈদকে সামনে রেখে গণপরিবহন চালুর ব্যাপারে চিন্তা ভাবনা করছে।... আপনারা আন্দোলন, বিক্ষোভে না গিয়ে ধৈর্য ধরুন।”

|| সারাবেলা প্রতিবেদন ||

পরিবহন মালিক-শ্রমিকদের বিক্ষোভ-আন্দোলনের মুখে গনপরিবহন চালু করার কথা ভাবছে সরকার। শনিবার মালিক-শ্রমিকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদ সামনে রেখে গণপরিবহন চালুর বিষয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে।

এরআগে শুক্রবার গণপরিবহন চালুর দাবিতে রোববার (আগামীকাল) সারাদেশে বিক্ষোভের ডাক দেয় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

উদ্ভুত পরিস্থিতিতে শনিবার সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে পরিবহন মালিক-শ্রমিকদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, “লকডাউনের পর জনস্বার্থের কথা বিবেচনায় রেখে সরকার ঈদকে সামনে রেখে গণপরিবহন চালুর ব্যাপারে চিন্তা ভাবনা করছে।… আপনারা আন্দোলন, বিক্ষোভে না গিয়ে ধৈর্য ধরুন।”

করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে চলমান কঠোর বিধিনিষেধ কয়েক দফায় সর্বশেষ ৫ই মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যে দোকান-পাট, শপিংমল ও বাণিজ্যিক ফ্লাইট চালু করা হলেও রেলপথে ও গণপরিবহনে যাত্রী পরিবহন বন্ধ রয়েছে। সরকারি অফিস আদালত বন্ধ থাকলেও পুরোদমে চলছে বেসরকারি অফিস, কলকারখানা ও অন্যান্য প্রতিষ্ঠান।   

সংবাদ সারাদিন