ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত নেতার জানাজায় বাড়ল ঝুঁকি

|| অনলাইন প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া ||

করোনাভাইরাস সংক্রমণে সারাদেশ ঝুঁকিপূর্ণ ঘোষনার মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিশ নেতা মাওলানা জুবায়ের আহমদ আনসারীর জানাজায় অংশ নিয়েছেন হাজারো মানুষ। সরাইল জামিয়া রহমানিয়া বেড়তলা মাদ্রাসায় জনসমাগম নিষেধাজ্ঞা না মেনে শনিবার সকালে নেতার জানাজা অনুষ্ঠিত হয়। মারাত্মক ঝুঁকিপূর্ণ এই আয়োজন ঠেকাতে প্রশাসনের কোনো তৎপরতা ছিল না । সে সময় মানুষের ভিড় মাদ্রাসার সীমানা ছাড়িয়ে ঢাকা-সিলেট মহাসড়কে গিয়ে ঠেকলেও পুলিশ কিছু বলেনি।

এ বিষয়ে জানতে চাইলে সরাইল থানার ওসি মো. শাহাদাৎ হোসেন টিটু বলেন, “ব্রাহ্মণবাড়িয়া শহর ছাড়াও ঢাকা থেকে লোকজন এসেছে। আমরা চিন্তাও করতে পারিনি যে এত লোক হবে। লোকজন আসতে শুরু করার পর আমাদের আর কিছু করার ছিল না।”

বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস প্রতিরোধে পরস্পর থেকে অন্তত তিন ফুট দূরত্ব বজায় রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। অন্য অনেক দেশের মত বাংলাদেশ সরকারও প্রায় সবকিছু বন্ধ করে সবাইকে ঘরে থাকতে বলেছে। ব্রাহ্মণবাড়িয়াও করা হয়েছে অবরুদ্ধ। বাইরের কোন কাউকে এই জেলায় ঢুকতে এবং কোন লোককে এখান থেকে বাইরে যেতে না দেওয়ার নির্দেশ রয়েছে।

সরকারি সকল নিষেধাজ্ঞার মধ্যেই সরাইলে কেমন করে এত মানুষ আসতে পারলো জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মো. মুসা বলেন, “খেলাফত মজলিসের কেউ উপজেলা প্রশাসন থেকে কোনো অনুমতি নেননি। আমরা যখন জানতে পেরেছি তখন পুলিশের সঙ্গে কথা বলেছি। সেখানে পুলিশ ছিল। কিন্তু পুলিশ কিছু করতে পারেনি।”

আর জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান সাংবাদিকদের বলেন, “বর্তমানে লকডাউন চলছে। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মানুষকে ঘরে থাকতে বলা হচ্ছে। শুক্রবারেই তাদের আমরা জানিয়ে দিয়েছি এবং তারা আমাদের বলেছিলেন, সীমিত পরিসরে আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। এখন প্রকৃত বিষয়টি কী তা খতিয়ে দেখতে হবে।”

খেলাফত মজলিশের সিনিয়র নায়েবে আমীর মাওলানা জুবায়ের আহমদ আনসারী শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের মার্কাস পাড়ায় নিজের বাসায় মারা যান। তার বয়স হয়েছিল ৫৯ বছর। জুবায়ের আহমদ আনসারীর বাড়ি জেলার নাসিরনগরের হরিপুর ইউনিয়নের আলিয়ারা গ্রামে।

জানাজায় অংশ নিতে শনিবার সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে আলেম ও মাদ্রাসা ছাত্রদের পাশাপাশি সাধারণ মানুষ সরাইলের ওই মাদ্রাসায় ভিড় করতে শুরু করে। জানাজায় ইমামতি করেন আনসারীর ছেলে আসাদ উল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিশের আমির ইসমাইল নূরপুরী, মহাসচিব মাহফুজুল হক, যুগ্ম মহাসচিব মামুনুল হক, ব্রাহ্মণবাড়িয়া খেলাফত মজলিশের সভাপতি আবদুল আজিজ, সাধারণ সম্পাদক মাওলানা মাঈনুল ইসলাম জানাজায় অংশ নেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন