বসুন্ধরার নোটিশ, বসুন্ধরা সিটিতে বন্ধ ১৮ বছরের স্টার সিনেপ্লেক্স

।। সারাবেলা বিনোদন ।।

বসুন্ধরা সিটি শপিংমলের নোটিশে বন্ধ হয়ে গেছে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলের সব সিনেপ্লেক্স। শপিং মলটির নিজস্ব পরিকল্পনা আছে জানিয়ে নোটিশ দেয়া হয় স্টার সিনেপ্লেক্সকে। সেই নোটিশের ভিত্তিতে সেপ্টেম্বরের প্রথম দিন থেকে আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যাচ্ছে এখানকার ৭টি সিনেপ্লেক্স। এ বিষয়ে শপিংমল কতৃপক্ষ কিছু বলতে চায়নি।

স্টার সিনেপ্লেক্সের বিপণন ও জনসংযোগ কর্মকর্তা মেসবাহ উদ্দীন আহমেদ আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। ২০০২ সালে বসুন্ধরা সিটি শপিংমলে যাত্রা শুরু করে দেশের প্রথম ডিজিটাল এবং অত্যাধুনিক সুবিধা সংবলিত এই সিনেমা হলটি। এটি ঢাকাবাসীর তো বটেই, সারাদেশের সিনেমাপ্রেমী দর্শকের ভালোবাসা কুড়িয়েছিল। ১৮ বছর ধরেই বসুন্ধরায় এই সিনেপ্লেক্স সাফল্যের সঙ্গে ব্যবসা করে যাচ্ছিল দেশি-বিদেশি সিনেমা প্রদর্শন করে।

মেসবাহ উদ্দীন আহমেদ বলেন, ‘ঘটনাটি সত্যি। আমাদের জন্য কষ্টের হলেও বসুন্ধরা সিটিতে আর স্টার সিনেপ্লেক্স থাকছে না। কারণ বসুন্ধরা সিটি শপিংমলের কর্তৃপক্ষ আমাদের নোটিশ দিয়েছে সিনেপ্লেক্স বন্ধ করার জন্য। তাদের নতুন পরিকল্পনা রয়েছে শপিংমল নিয়ে। বাড়িওয়ালা যদি নোটিশ দেন চলে যাওয়ার জন্য তাহলে তো ভাড়াটিয়ার আসলে কিছু করার থাকে না।’
তবে স্টার সিনেপ্লেক্স এর অন্য সবগুলো শাখাই চালু থাকবে বলে তিনি জানান।
তিনি আরো বলেন, ‘বসুন্ধরা সিটি দিয়েই আমরা যাত্রা করেছিলাম। ১৮টি বছর কেটেছে এখানে। দেশ-বিদেশের অনেক বড় বড় তারকা, গুণী মানুষেরা এখানে পা রেখেছেন। চলচ্চিত্র সাংবাদিকরা এই আঙিনাটি মুখরিত করে রাখতেন আড্ডায়। অনেক অনেক স্মৃতি আসলে। দেশের মানুষ সিনেপ্লেক্স বলতেই এই শপিংমলের স্টার সিনেপ্লেক্সকে বুঝতো। এমন একটি ভালোবাসার ঠিকানা বদলে ফেলা আমাদের জন্যও খুব কষ্টের এবং আবেগের।সিনেপ্লেক্সের অন্য যে শাখাগুলো রয়েছে সেগুলোতে সবাইকে আমন্ত্রণ জানাই আমরা। সেখানেও আতিথেয়তা বা আন্তরিকতার অভাব থাকবে না।’

নোটিশ প্রসঙ্গে বসুন্ধরা শপিং মল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও তারা কোন মন্তব্য করতে চাননি।

বর্তমানে মহাখালীতে অবস্থিত এসকেএস (সেনাকল্যাণ সংস্থা) টাওয়ার, ধানমন্ডির সীমান্ত সম্ভার (রাইফেল স্কয়ার) শপিংমলে স্টার সিনেপ্লেক্স চালু রয়েছে। মিরপুরের সনি সিনেমা হল ভেঙে যে শপিংমল করা হচ্ছে সেখানেও একটি শাখা চালু করতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্স। পাশাপাশি চট্টগ্রাম শহরে ষোলশহর ফিনলে স্কয়ার শপিংমলের সপ্তম তলায় ‘সিলভার স্ক্রিন’ নামেও একটি শাখা চালু আছে স্টার সিনেপ্লেক্সের। শিগগিরই দেশের আরও বেশ কিছু শহরে শাখা চালুর কথাও ভাবছে প্রতিষ্ঠানটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন