বন্যার্ত ৩০০ পরিবারের পাশে থেকে মুশফিকের ফাউন্ডেশনের শুরু

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকের নিজ জেলা বগুড়ার সারিয়াকান্দিতে ৩০০ বন্যাদূর্গত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে মুশফিকুর রহিম ফাউন্ডেশন। এর মাধ্যমে যাত্রা শুরু করেছে মুশফিকের ফাউন্ডেশন।

।। সরাবেলা প্রতিবেদেন ।।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকের নিজ জেলা বগুড়ার সারিয়াকান্দিতে ৩০০ বন্যাদূর্গত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে মুশফিকুর রহিম ফাউন্ডেশন। এর মাধ্যমে যাত্রা শুরু করেছে মুশফিকের ফাউন্ডেশন। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছেন মুশফিকুর রহীম নিজে।

মুশফিক লিখেছেন, ‘যতদূর চোখ যায়, শুধু পানি আর পানি। দিগন্তে সবুজের হাতছানি। ভরাট যৌবনা নদীর বুক চিরে এগিয়ে চলা পালতোলা নৌকা আর মাছরাঙার জলকেলি। দর্শানার্থীদের জন্যে চোখ ঝলসানো সৌন্দর্য, আর নদীর দু’পাশে বসবাসরত মানুষের জন্যে মূর্তিমান আতঙ্ক। একে করোনার ছোবল, তার উপর বন্যার নির্যাতন। স্বাভাবিক জীবনে হঠাৎ ছন্দপতন। সমস্ত ফসল, বসতবাড়ি পানির নিচে, ভয়ালদর্শন স্রোতে গ্রামের অনেকখানি নদীগর্ভে।

চিরকাল খেটে খাওয়া মানুষগুলো আজ বড্ড অসহায়। নিয়তি মেনে নেয়া সজল চোখে, আজ শুধুই সাহায্যের আকুতি। সব খবর জেনে সিদ্ধান্ত নেই, এই মানুষগুলোর কাছে আমার, সামান্য সম্মান মোড়ানো ভালোবাসা পৌছাতেই হবে। এটা আমার দায়িত্ব। এরপরের গল্পটা, শুধুই মুখে হাসি ফোটানোর গল্প। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর অশেষ কৃপায়, গত দুইদিন আগে, বগুড়া জেলার সারিয়াকান্দি থানার বোহাইল ইউনিয়নের অন্তর্গত বোহাইল গ্রাম ও ধারাভার্ষা চরে, বন্যাদুর্গত ৩০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের মাধ্যমে আমার স্বপ্নের “মুশফিকুর রহিম ফাউন্ডেশন” আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ত্রাণ বিতরণের যাবতীয় কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের স্বেচ্ছাসেবকদের প্রতি ভালোবাসা ও সম্মান জানাচ্ছি।’

আসন্ন শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে অনেকদিন ধরেই মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে ঘাম ঝড়াচ্ছেন মুশফিকুর রহিম। মাঝে কয়েকদিন নিজ জেলা বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়ামে অনুশীলন করতে দেখা গেছে জাতীয় ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ এই সদস্যকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন