।। সারাবেলা প্রতিবেদন, ঢাকা ।।
দু্ই মাস ধরে কােচ নেই নারী ক্রিকেট দলের।অবশেষে খরা কাটছে সালমা বাহিনীর। আসছে মাসের মাঝামাঝিতেই আসছেন নতুন কোচ। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি’র নারী ক্রিকেট উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল।
নতুন কোচ নিয়োগের কথা্ জানিয়ে তিনি বলেন, ‘কোচ নিয়োগ প্রক্রিয়া অনেকটা চূড়ান্ত।আশা করছি, সেপ্টেম্বরে নতুন কোচ দলের সঙ্গে যুক্ত হবেন।’
কোন দেশ থেকে নতুন কোচ আসছে জানতে চাইলে শফিউল আলম চৌধুরী বলেন, ‘এই মুহুর্তে তার নাম বলতে চাইছিনা। তবে যাকে আমরা নিয়োগ দেবো তিনি আমাদের ক্রিকেট সম্পর্কে স্বচ্ছ্ব ধারণা রাখেন।’
গত বিশ্বকাপ পর্যন্ত ভারতের অঞ্জু জৈনের সঙ্গে চুক্তি ছিল বিসিবির। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বাজে পারফরমেন্সের কারণে চুক্তি নবায়ন করেনি বোর্ড।