ছুটি বাড়লো পয়লা বৈশাখ পর্যন্ত

সারাবেলা প্রতিবেদন, ঢাকা
দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় ‌সাধারন ছুটি’র মেয়াদ আরো তিনদিন বাড়িয়ে ১৪ই এপ্রিল পয়লা বৈশাখ পর্যন্ত বাড়ানো হয়েছে। জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন জানিয়েছেন, এর আগে ১১ই এপ্রিল পর্যন্ত সব অফিস আদালত বন্ধ রাখার যে ঘোষণা সরকার দিয়েছিল, তা ১৪ই এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।
তিনি বলেন, “আগে ১১ই এপ্রিল পর্যন্ত ছুটি ছিল। নতুন করে ১২ ও ১৩ই এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ১৪ই এপ্রিল আগে থেকেই নির্বাহী আদেশে ছুটি (বাংলা নববর্ষের) ছিল, সেই ছুটিও এর সঙ্গে যোগ হবে।
অর্থাৎ, নতুন করে ‘ছুটি’ বাড়ায় এখন তা বহাল থাকবে ১৪ই এপ্রিল পর্যন্ত।
দেশে করোনাভাইরাসের মহামারী মোকাবেলা এবং এর ব্যাপক বিস্তার রোধে এই ছুটি বাড়ানো হয়েছে জানিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
তবে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন, ও ইন্টারনেট প্রভৃতির মত জরুরি পরিসেবার ক্ষেত্রে এই ব্যবস্থা প্রযোজ্য হবে না। কৃষিপণ্য, সার, কীটনাশক, জ্বালানি, সংবাদপত্র, খাদ্য, শিল্প পণ্য, চিকিৎসা সরঞ্জামাদি, জরুরি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন এবং কাঁচা বাজার, খাবার, ওষুধের দোকান ও হাসপাতাল এ ছুটির আওতার বাইরে থাকবে।
জরুরি প্রয়োজনে অফিস খোলা রাখা যাবে জানিয়ে ছুটির আদেশে বলা হয়েছে, প্রয়োজনে ওষুধশিল্প, উৎপাদন ও রফতানিমুখী শিল্প কারখানা চালু রাখতে পারবে। মানুষের জীবন জীবিকার স্বার্থে রিকশা-ভ্যানসহ যানবাহন, রেল, বাস সার্ভিস পর্যায়ক্রমে চালু করা হবে। জনগণের প্রয়োজন বিবেচনায় ছুটিকালীন বাংলাদেশ ব্যাংক সীমিত আকারে ব্যাংকিং ব্যবস্থা চালু রাখার প্রয়োজনীয় নির্দেশনা দেবে।”
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে সরকার প্রথম দফায় ২৬শে মার্চ থেকে ৪ঠা এপ্রিল পর্যন্ত সব অফিস আদালত বন্ধ রেখে সারা দেশে সব ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছিল।
সেই সঙ্গে সবাইকে যার যার বাড়িতে থাকার নির্দেশ দেওয়ায় বিশ্বের আরও অনেক দেশের মত বাংলাদেশের ১৭ কোটি মানুষও ঘরবন্দি দশার মধ্যে পড়ে, যাকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ‌’লকডাউন’ বলে অভিহিত করা হচ্ছে।
এদিকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রোজার ছুটির সঙ্গে চলমান ছুটি মিলিয়ে ঈদের পর সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার চিন্তাভাবনা করছে সরকার। এর আগে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার ১৭ থেকে ৩১শে মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। ১লা এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়।
অফিস-আদালত বন্ধ ঘোষণার পর ২৪শে মার্চ আরেক ঘোষণায় সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির মেয়াদ ৯ই এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। #

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন