করোনা সংকটে দারিদ্রের মুখে পড়বে ৫০ কোটি মানুষ: অক্সফাম

||অনলাইন ডেস্ক||
করোনা মহামারি বিশ্বের ৫০ কোটি মানুষকে দারিদ্রের হুমকিতে ফেলবে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম।
যারা ‘দিন আনে দিন খায়’ তাদের অবস্থা আরও করুণ হবে বলেও শঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি।
অক্সফামের মতে, ধনী দেশগুলো তাদের অর্থনীতিকে চাঙ্গা করতে হয়তো কোটি কোটি ডলার বিনিয়োগ করবে; কিন্তু, উন্নয়নশীল দেশের মানুষের স্বাস্থ্য ও অর্থনীতি চাঙ্গা না হলে উন্নত দেশগুলো তাদের বিনিয়োগের তেমন সুফল পাবে না।
এমন একটি সময়ে নাইরবি-ভিত্তিক দাতব্য সংস্থাটি এ তথ্য জানালো যখন কি না হতে যাচ্ছে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) বার্ষিক বৈঠক। এতে সঙ্গত কারণেই প্রধান আলোচ্য বিষয় হবে করোনা সংকটের আর্থিক অভিঘাত।
৯ই এপ্রিল বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, অক্সফামের মূল্যায়নে করোনার কারণে বিশ্বজুড়ে চলমান অর্থনৈতিক সংকট ২০০৮ সালের বৈশ্বিক অর্থনৈতিক সংকটের চেয়েও বেশী হবে।
অক্সফামের প্রতিবেদনে বলা হয়েছে, ‘হিসাব করে দেখা গেছে, ১৯৯০ সালের পর এই প্রথম দেশ-জাতি নির্বিশেষে বৈশ্বিক দারিদ্রের হার বেড়ে যাবে।’
অনেক দেশ অর্থনৈতিকভাবে ১৯৯০ দশকের আগের পরিস্থিতিতে চলে যেতে পারে বলেও সংস্থাটি আশঙ্কা করছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের জনস হপকিনস ইউনিভার্সিটির বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, করোনায় এখন পর্যন্ত বিশ্বব্যাপী মারা গেছে ৮৮ হাজারেরও বেশী। আক্রান্ত হয়েছেন প্রায় ১৫ লাখ মানুষ।#

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন