করোনা এখন ঢাকাসহ দেশের ২২ জেলায়

||সারাবেলা প্রতিবেদন, ঢাকা||
পরীক্ষার পরিধি বাড়তে থাকায় করোনা সংক্রমণের খোঁজও বাড়ছে। এরই মধ্যে রাজধানী ঢাকা ও ঢাকা জেলা ছাড়া দেশের আরও ২১টি জেলায় করোনাভাইরাসের সংক্রমণের খোঁজ মিলেছে।
তবে রাজধানীও ঢাকার আশপাশে সংক্রমণের মাত্রােই বেশি। রাজধানী ও ঢাকা জেলার বিভিন্ন জায়গায় মোট আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ২০৯ জন। ঢাকার বাইরে সবচেয়ে বেশি আক্রান্ত জেলা হচ্ছে নারায়ণগঞ্জ জেলায়। এই জেলায় আক্রান্তের সংখ্যা ৫৯ জন। এসব তথ্য স্বাস্থ্য অধিদফতরের।
দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে গেল ৮ই মার্চ। এরপর থেকে ৯ই এপ্রিল পর্যন্ত মোট ৩৩০ জন শনাক্ত হয়েছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
এই প্রতিষ্ঠানটির তথ্যমতে করোনা আক্রান্ত অন্য জেলাগুলো হচ্ছে : মানিকগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, টাঙ্গাইল, গাজীপুর, জামালপুর, কিশোরগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, শেরপুর, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, মৌলভীবাজার, সিলেট, রংপুর, গাইবান্ধা, নীলফামারি, চুয়াডাঙ্গা ও ময়মনসিংহ।
রাজধানীতে এ পর্যন্ত করোনা আক্রান্ত মানুষের সংখ্যা ১৯৬ জন। শহরে মোট ৬১টি এলাকার মানুষ আক্রান্ত হয়েছে করোনায়। ১০ জন বা তার বেশি আক্রান্ত হয়েছে ধানমন্ডি, ওয়ারি, বাসাবো, উত্তরা ও মিরপুর-১ এ। আলোচিত টোলারবাগে আক্রান্ত হয়েছে ৮ জন।
রাজধানী ঢাকার পাশের জেলা নারায়ণগঞ্জে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫২ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনজন। আর মারা গেছেন ৭ জন। এর বাইরে মাদারীপুর, চট্টগ্রাম ও গাইবান্ধায় রোগীর সংখ্যা বেশি। ৯ই মার্চ পর্যন্ত এই তিন জেলায় শনাক্ত করা রোগীর সংখ্যা যথাক্রমে ১১, ৯ ও ৮ জন।
রোগ শনাক্তকরণ পরীক্ষার সঙ্গে যুক্ত একটি সূত্র বলছে, আরও দুটি জেলায় সংক্রমণ ধরা পড়েছে। আজ শুক্রবার জেলাগুলোর নাম ঘোষণা হতে পারে।#

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন