।। বিনোদন সারাবেলা ।।
করোনা পরবর্তী থমকে যাওয়া নাট্যাঙ্গনে স্বস্তির হাওয়া নিয়ে এসেছিলো ‘লাল জমিন’। এবার মাসব্যাপী নাট্য প্রদর্শনীর আয়োজন করছে প্রাচ্যনাট। নিজেদের প্রযোজিত পাঁচটি নাটক দিয়ে সাজানো এ আয়োজনের নাম ‘মহলা মগন’। ‘অবসাদ বিরুদ্ধস্রোত’ স্লোগান নিয়ে এ উঠান নাট্যোৎসব হবে। রাজধানীর কাঁটাবনের প্রাচ্যনাট মহড়া কক্ষে এটি শুরু হবে আগামী ৪ সেপ্টেম্বর।
দলটি সংবাদ সারাবেলাকে জানায়, মাত্র ২০ জন দর্শকের জন্য একটি করে প্রদর্শনী হবে। দুই সিট ফাঁকা রেখে আসন বিন্যাস করা হয়েছে। টিকেট মূল্য ধরা হয়েছে ২০০ টাকা।
জানা যায়, ৪ ও ৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় মেলায় প্রদর্শিত হবে ‘দ্য জু স্টোরি’। এডওয়ার্ড অ্যালবির লেখা থেকে নাটকটি বাংলায় অনুবাদ করেন আশফাকুল আশেকীন। নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন।
১১ ও ১২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় ‘দ্য ডাম্ব ওয়েটার’ প্রদর্শিত হবে। হ্যারল্ড পিন্টারের রচনা থেকে এটি অনুবাদ করেছেন রবিউল আলম। নির্দেশনায় আছেন মো. শওকত হোসেন সজিব।
১৮ ও ১৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ‘হানড্রেড বাই হানড্রেড’। এটি রচনা ও নির্দেশনা দিয়েছেন সাইফুল জার্নাল।
গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসের উপন্যাস থেকে ‘কর্নেলকে কেউ চিঠি লেখে না’র নাট্যরূপ দিয়েছেন মো. শওকত হোসেন সজিব। নির্দেশনায় কাজী তৌফিকুল ইসলাম ইমন। ২৫ ও ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা এটি প্রদর্শিত হবে।
আর আগামী মাস অক্টোবরের ২ ও ৩ তারিখ সন্ধ্যা ৭টায় ‘ফাউস্ট অথবা অন্য কেউ’ প্রদর্শিত হবে। গ্যোটের শ্রুতিনাট্য ‘ফাউস্ট’ অবলম্বনে এটি তৈরি করা হয়েছে। তত্ত্বাবধানে আছেন তানজি কুন।