করোনাকে দূরে সরিয়ে প্রাচ্যনাটের মাসব্যাপী উঠান নাট্য আয়োজন

মাসব্যাপী নাট্য প্রদর্শনীর আয়োজন করছে প্রাচ্যনাট। নিজেদের প্রযোজিত পাঁচটি নাটক দিয়ে সাজানো এ আয়োজনের নাম ‘মহলা মগন’।

।। বিনোদন সারাবেলা ।।

করোনা পরবর্তী থমকে যাওয়া নাট্যাঙ্গনে স্বস্তির হাওয়া নিয়ে এসেছিলো ‘‌লাল জমিন’। এবার মাসব্যাপী নাট্য প্রদর্শনীর আয়োজন করছে প্রাচ্যনাট। নিজেদের প্রযোজিত পাঁচটি নাটক দিয়ে সাজানো এ আয়োজনের নাম ‘মহলা মগন’। ‘অবসাদ বিরুদ্ধস্রোত’ স্লোগান নিয়ে এ উঠান নাট্যোৎসব হবে। রাজধানীর কাঁটাবনের প্রাচ্যনাট মহড়া কক্ষে এটি শুরু হবে আগামী ৪ সেপ্টেম্বর।

দলটি সংবাদ সারাবেলাকে জানায়, মাত্র ২০ জন দর্শকের জন্য একটি করে প্রদর্শনী হবে। দুই সিট ফাঁকা রেখে আসন বিন্যাস করা হয়েছে। টিকেট মূল্য ধরা হয়েছে ২০০ টাকা।

জানা যায়, ৪ ও ৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় মেলায় প্রদর্শিত হবে ‘দ্য জু স্টোরি’। এডওয়ার্ড অ্যালবির লেখা থেকে নাটকটি বাংলায় অনুবাদ করেন আশফাকুল আশেকীন। নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন।

১১ ও ১২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় ‘দ্য ডাম্ব ওয়েটার’ প্রদর্শিত হবে। হ্যারল্ড পিন্টারের রচনা থেকে এটি অনুবাদ করেছেন রবিউল আলম। নির্দেশনায় আছেন মো. শওকত হোসেন সজিব।

১৮ ও ১৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ‘হানড্রেড বাই হানড্রেড’। এটি রচনা ও নির্দেশনা দিয়েছেন সাইফুল জার্নাল।

গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসের উপন্যাস থেকে ‘কর্নেলকে কেউ চিঠি লেখে না’র নাট্যরূপ দিয়েছেন মো. শওকত হোসেন সজিব। নির্দেশনায় কাজী তৌফিকুল ইসলাম ইমন। ২৫ ও ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা এটি প্রদর্শিত হবে।

আর আগামী মাস অক্টোবরের ২ ও ৩ তারিখ সন্ধ্যা ৭টায় ‘ফাউস্ট অথবা অন্য কেউ’ প্রদর্শিত হবে। গ্যোটের শ্রুতিনাট্য ‘ফাউস্ট’ অবলম্বনে এটি তৈরি করা হয়েছে। তত্ত্বাবধানে আছেন তানজি কুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন