উন্নয়ন-অর্জনে বিশ্বে বাঙালির পরিচয় সুউচ্চ মর্যাদায় পৌঁছে দিয়েছেন শেখ হাসিনা: পরিকল্পনা প্রতিমন্ত্রী

বুধবার মতলব উত্তর উপজেলার গালিমখা বেড়িবাঁধে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন প্রতিমন্ত্রী ড. শামসুল আলম মোহন -সংবাদ সারাবেলা

মতলব উত্তর (চাঁদপুর)  প্রতিনিধিঃ পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম মোহন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর অসাধারণ নেতৃত্বে উন্নয়ন ও অর্জনের মাধ্যমে সারা বিশ্বে বাঙালির পরিচয় সুউচ্চ মর্যাদায় পৌঁছে দিয়েছেন। তিনি বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দীর্ঘ ৩৯ বছর ধরে আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন। তাঁর নেতৃত্বে দল চারবার ক্ষমতায় এসেছে। উন্নয়ন ও অর্জনের মাধ্যমে তিনি দেশকে বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

বুধবার সকালে মতলব উত্তর উপজেলার গালিমখা বেড়িবাঁধে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ৷ এর আগে পরিকল্পনা প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট  নুরুল আমিন রুহুল।

প্রতিমন্ত্রী বলেন, একসময় বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের জন্য বিশ্ব গণমাধ্যমে স্থান পেত। সে সময় বাংলাদেশকে বিশ্বের অন্যতম দরিদ্র দেশ বলেও উল্লেখ করা হতো। এখন বাংলাদেশকে আর দরিদ্র দেশ বলার সুযোগ নেই। কারণ, এখন বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশ, অল্প কিছু দিনের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে দেশের উন্নয়ন করছেন। তারই অংশ হিসেবে মতলব তথা চাঁদপুরের উন্নয়ন হবে। মতলব-গজারিয়া সেতু, দাউদকান্দি-মতলব উত্তর আঞ্চলিক মহাসড়ক, বেড়িবাঁধ রক্ষা, ঢাকার সাথে মতলব তথা চাঁদপুরের যোগাযোগ আরো সহজ করতে কালীপুর-ভবেরচর ব্রিজের কাজ দ্রুত এগিয়ে চলছে। মতলবের সব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সততা ও নিষ্ঠার সঙ্গে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে মানুষের সেবায়  সকলের সহযোগিতায় কাজ করে যেতে চাই ৷

প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের বড় বড় প্রকল্পগুলো নিয়ে কাজ করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেসব কাজ মনিটরিং করছেন। আমি দেখি প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে কতটা পরিশ্রম করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সোনার বাংলা গঠনে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷

এসময় আরও উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, জাতীয় দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি, বিশিষ্ট শিল্পপতি, মোহনপুর পর্যটন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এবং মতলব উওর উপজেলা আওয়ামী লীগ নেতা কাজী মিজানুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য আহসান উল্লাহ হাসান, উপজেলা আওয়ামীলীগ নেতা গিয়াস উদ্দিন চৌধুরী, রাধেশ্যাম সাহা চান্দু বাবু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খাঁন সুফল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, ইউএনও গাজী শরিফুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হাবিব শাপলা, ওসি মুহাম্মদ শাহজাহান কামাল, উপজেলা কৃষকলীগের  সাধারণ সম্পাদক জিএম ফারুক, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মো. জহির, সাধারণ সম্পাদক কাজী শরিফ, সদস্য কাজী হাবিবুর রহমান প্রমুখ।

পথসভা শেষে পশ্চিম ইসলামাবাদে পিতা মাতার কবর জিয়ারত করেন প্রতিমন্ত্রী ড. শামছুল আলম মোহন ৷

 

 

 

 

সংবাদ সারাদিন