|| বার্তা সারাবেলা ||
চীনে বাড়ানো হয়েছে গ্যাসোলিন ও ডিজেলের খুচরা দাম। দেশটির ন্যাশনাল ডেভেলপমেন্ট এন্ড রিফর্ম কমিশন এনডিআরসি বলছে, শুক্রবার থেকেই কার্যকর হয়েছে বাড়তি এই দাম। সংস্থাটি এই জানিয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষিতে খুচরা পর্যায়ে বর্তমানের তুলনায় গ্যাসোলিনের দাম বেড়েছে প্রতি টনে ৪২ দশমিক ৩৯ ডলার। আর ডিজেলের দাম প্রতি টনে ৪০ দশমিক ৮৫ ডলার বাড়ানো হয়েছে।
দাম বাড়ানোর প্রেক্ষিতে সরবরাহ ঠিক রাখতে দেশটির তিন বৃহৎ জ্বালানি কোম্পানি চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশন, চায়না পেট্রোকেমিক্যাল কর্পোরেশন এবং চায়না ন্যাশনাল অফশোর অয়েল কর্পোরেশনকে উৎপাদন ও পরিবহন ঠিক রাখার আহ্বান জানিয়েছে এনডিআরসি।
একইসঙ্গে সরকারের তরফ থেকেই এও বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রতি টনে ৫০ ইউয়ানের বেশী হেরফের হয় এবং তা ১০ কার্যদিবস ধরে চলতে থাকে তাহলে সেইমতো গ্যাসোলিন ও ডিজেলের মতো জ্বালানির দাম পুনর্নির্ধারণ করা হবে।
তথ্যসূত্র: এশিয়াটাইমস অনলাইন