করোনাদুর্গত সোয়া লাখ পরিবার ১২ হাজার রুপি করে পাচ্ছে পাকিস্তানে

সারাবেলা ডেস্ক||
পাকিস্তানে প্রায় সোয়ালাখ করোনাদুর্গত পরিবারকে এককালীন ১২ হাজার রুপি করে দেওয়া হচ্ছে। এহসাস ইমার্জেন্সি ক্যাশ প্রোগ্রামনামে এই অর্থ সহায়তার জন্য ১৪ হাজার ৪শ’ কোটি রুপির বিশেষ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। প্রয়োজন বিবেচনায় এ অরথ সহায়তা আরো বাড়ানোর পরিকল্পনাও রয়েছে রাষ্ট্রের।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, যারা এই সহায়তা নিতে চাইবেন তাদেরকে ৮১৭১ নম্বরে নিজেদের জাতীয় পরিচয়পত্র নম্বর এসএমএস করে আবেদন করতে হবে। এরপর   নানাভাবে যাচাই করে দেখা হবে সহায়তাপ্রার্থী এই বিশেষ সহায়তা পাওয়ার যোগ্য কিনা। প্রার্থী সরকারি চাকরিজীবি, করদাতা, গাড়ির মালিক, বার বার বিদেশে যাওয়া-আসা করে থাকেন এমন কাউকে এই সহায়তা দেওয়া হবে না। এই যাচাই কাজে রাস্ট্রের ন্যাশনাল সোসিওইকোনোমিক ডাটাবেইজেরও সাহায্য নেয়া হবে। এভাবে যাচাই করার পর সহায়তাপ্রার্থী সহায়তা পাওয়ার যোগ্য বিবেচিত হলে তাকে জানিয়ে দেয়া হবে কোন ব্যাংকের কোন শাখার এটিএম বা পজ মেশিন থেকে বায়োমেট্রিক ভেরিফিকেশানের মাধ্যমে তিনি তার সহায়তার অর্থ তুলতে পারবেন এই অর্থ সহায়তা কর্মসুচি বাস্তবায়নের জন্য হাবিব ব্যাংক ব্যাংক আলফালাহর ১৭ হাজার শাখা নির্ধারণ করে দিয়েছে পাকিস্তান সরকার।
অর্থ বিতরণ কেন্দ্রে করোনাভাইরাসের ঝুঁকির কথা মাথায় রেখে সামাজিকদূরত্বে নিয়মকানুন মেনে যেন অর্থ বিতরণ করা হয় সরকার সেই ব্যবস্থাও নিশ্চিত করা হবে।
কর্তুপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার ৯ই এপ্রিল নাগাদ ব্যাংকে হাজার ৯২০ কোটি রুপি পাঠানো হয়েছে এবং দরিদ্ররা সেই অর্থ তুলতেও শুরু করেছেন। পাকিস্তান সরকারের পরিকল্পনা হলো আগামী আড়াই সপ্তাহের মধ্যে পুরো ১৪ হাজার ৪শ কোটি রুপি লক্ষ ২০ কোটি পরিবারের মধ্যে বিতরণের কাজ শেষ করা হবে।#
সূত্র: পাকিস্তান অবজার্ভার। 

মতামত দিন

  • ফেসবুকের মতামত
সংবাদ সারাদিন