৯ মাস ইয়েমেনে আটকে থাকা ৫ বাংলাদেশি দেশে ফিরছে

দেশে ফিরছেন ইয়েমেনের সানায় দীর্ঘদিন থেকে হুতিদের হাতে আটক থাকা ওমানের একটি জাহাজ কোম্পানিতে কাজ করা বাংলাদেশী ৫ জন নাবিক। সাথে ভারতীয়

|| সাগর চৌধুরী, মধ্যপ্রাচ্য প্রতিনিধি ||

দেশে ফিরছেন ইয়েমেনের সানায় দীর্ঘদিন থেকে হুতিদের হাতে আটক থাকা ওমানের একটি জাহাজ কোম্পানিতে কাজ করা বাংলাদেশী ৫ জন নাবিক। সাথে ভারতীয় (১৪ জন) নাগরিকও আটক ছিলেন।বাংলাদেশিরা হলেন, তৈয়ব, ইউসুফ, আলমগীর, আলাউদ্দিন ও রহিম।

৯ মাস ধরে আটক থাকা অবস্থায়ই এক পর্যায়ে জাহাজ কোম্পানির মালিকের কাছ থেকে আংশিক মুক্তিপণ পাবার পরে তাদেরকে মোবাইল ফোন ব্যবহার করতে দেয়া হয়। আটককৃতদের মধ্যে একজন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সাথে প্রথম যোগাযোগ করেন প্রায় দুইমাস আগে।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ওমান ও কুয়েত দূতাবাস এবং জিবুতিতে অবস্থিত ভারতীয় দূতাবাসের গত দুইমাসের প্রচেষ্টায় আগামীকাল তারা এডেনে আসবেন বলে আসা করা যাচ্ছে। সেখান থেকে তাদের আন্তর্জাতিক শরনার্থী সংস্থা (IOM) এর সহায়তায় ভারত হয়ে বাংলাদেশে পৌছানো হবে বলে প্রত্যাশা করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন