||তৌহিদুর রহমান, কলকাতা থেকে ||
বিশ্বেজুড়ে করোনা মহামারির মধ্যে ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পিছিয়ে নেই পশ্চিমবঙ্গও। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে ৩১ জুলাই পর্যন্ত রাজ্যে লকডাউন বৃদ্ধির প্রস্তাব বিবেচনা করছে রাজ্য সরকার।
বুধবার ২৪ জুন নবান্নে সর্বদলীয় বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় মুখ্যমন্ত্রী বলেন, ওই সময় স্কুল, কলেজ বন্ধ থাকবে। তবে উচ্চ মাধ্যমিকের বাকি তিনটি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পরে ঘোষণা করবেন বলে জানান তিনি।
নবান্ন সূত্রে খবর, ৩১ জুলাই পর্যন্ত রাজ্যে চলবে না লোকাল ট্রেন এবং মেট্রো। খুব শীঘ্রই লকডাউনের মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত সরকারি নির্দেশিকা জারি হবে।
বুধবার করোনা পরিস্থিতি নবান্নে সর্বদল বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠক প্রায় তিন ঘণ্টা ধরে চলে। বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি অংশ নেন।
বৈঠক থেকে আম্ফানে ক্ষতিগ্রস্ত পরিস্থিতি মোকাবিলা করার জন্য সর্বদলীয় বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটিতে থাকবেন তৃণমূলের তরফে পার্থ চট্টোপাধ্যায়, বিজেপির তরফে দিলীপ ঘোষ, সিপিএমের তরফে সুজন চক্রবর্তী-সহ বিভিন্ন দলের নেতারা। এই কমিটির রিপোর্টের ভিত্তিতে পরবর্তী সময়ে নানা গুরুত্বপূ্র্ণ পদক্ষেপ নেওয়া হবে।