|| সাগর চৌধুরী, মধ্যপ্রাচ্য প্রতিনিধি ||
আন্তর্জাতিক রুটের উড়োজাহাজ চলাচল, স্থল ও সমুদ্র সীমানা বন্ধ ঘোষণা করেছে সৌদি আরব। ২০ ডিসেম্বর মধ্যরাতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বিশ্বের কয়েকটি দেশে কোভিড-১৯ এর নতুন করে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও আরব বিশ্বের অন্যান্য দেশের তুলনায় সৌদি আরবে প্রতিদিনই করোনা সংক্রমণ নিম্নমুখী, সুস্হতার হার বৃদ্ধি পেয়েছে এবং করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে।
তা সত্বেও সৌদি নাগরিক ও অভিবাসীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য কর্তৃপক্ষ কিছু নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে। তা হলো ২১ ডিসেম্বর ২০২০ থেকে আগামী এক সপ্তাহের জন্য সকল আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ থাকবে, পরিস্থিতি স্বাভাবিক হওয়া সাপেক্ষে এই নিষেধাজ্ঞা আরও এক সপ্তাহ বাড়তে পারে। তবে বিদেশী যেসকল এয়ারলাইন্সের ফ্লাইট বর্তমানে সৌদিতে অবস্থান করছে সে-সকল ফ্লাইট নিজ নিজ দেশের উদ্দেশে ছেড়ে যেতে কোন বাধা নেই।
একই সাথে আগামী এক সপ্তাহের জন্য সকল স্থল ও সমুদ্র বন্দর দিয়ে সৌদিতে প্রবেশ বন্ধ থাকবে, প্রয়োজনে এই নিষেধাজ্ঞাও বৃদ্ধি পেয়ে আরো এক সপ্তাহ হতে পারে। মন্ত্রণালয় জানিয়েছে গত ৮ ডিসেম্বর ২০২০ তারিখ থেকে যারা ইউরোপীয় কোন দেশ কিংবা যেসব দেশে নতুন সংক্রমণ বৃদ্ধি পেয়েছে সেসকল দেশ হইতে সৌদিতে এসে থাকলে তাদেরকে কিছু নির্দেশনা মেনে চলতে হবে।
যেমন, তাদের পনের দিনের জন্য হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। এই সময়ে প্রতি পাঁচ দিন অন্তর কোভিড-১৯ টেস্ট করে নিশ্চিত হতে হবে করোনা নেগেটিভ। তাছাড়া গত তিন মাসের মধ্যে যারা ইউরোপীয় কোন দেশ থেকে কিংবা যেসব দেশে নতুন সংক্রমণ শুরু হয়েছে সেখান থেকে সৌদিতে এসে থাকলে তাদের কোভিড-১৯ টেস্ট করতে হবে।
মন্ত্রণালয় আরও জানায়, যেসমস্ত দেশে নতুন করে কোভিড -১৯ সংক্রমণ শুরু হয়নি সেসকল দেশ থেকে পন্য আমদানি রপ্তানি কার্যক্রম এই নির্দেশনার আওতামুক্ত থাকবে। এবং সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে নিয়মিত এই নির্দেশনাসমূহ রিভিউ করা হবে।