সৌদিতে মসজিদের বারান্দায় আর ফুটপাতেই ঠাঁই মিলছে অনেক দুর্গত প্রবাসীর

|| সারাবেলা প্রতিনিধি, মধ্যপ্রাচ্য ||

লাখ লাখ টাকা খরচ করে প্রবাসে এসে মানবেতর জীবনযাপন করছেন অনেকে । কেউ ফুটপাতে কেউ মসজিদের বারান্দায় কেউবা অনাহারে অর্ধাহারে দিন পার করছেন। এমনি একজন চাঁদপুরের আবুল হোসাইন।

রাজধানী রিয়াদের বন্ধ একটি মসজিদের বারান্দা থেকে উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। করোনা মহামারির এই সময়ে সৌদি আরবের মসজিদগুলোতে শুধু আজান হলেও জামায়াতে কোন মসজিদে নামাজ হয়না প্রায় দুইমাস ধরে। তাই, মানুষের চলাফেরা নেই মসজিদে । ওরকমই একটি বন্ধ মসজিদে অসহায় এবং অসুস্থ আবুল হোসাইনকে কেউ রেখে যায়।

জানতে পেরে সোশ্যাল এক্টিভিস্ট আব্দুল হালিম নিহন তাকে উদ্ধার করে রিয়াদের সেমুছি হাসপাতালে ভর্তি করেছেন। নিহন বলেন, লিটন নামের এক প্রবাসী তাকে জানান ঐ মসজিদে একজন বাংলাদেশি মাস দুয়েক ধরে পড়ে আছেন ।

সেখানে গিয়ে জানতে পারি অসুস্থ মানুষটির নাম নাম আবুল হোসাইন, বাড়ি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়েনর বকচর গ্রামে। তার বাবার নাম আলী মিয়া । সে ২ মাস ধরে অসুস্থ। শুরুতে স্থানীয় একটি মেডিকেলের চিকিৎসা নিলেও উন্নতি হয়নি। কিছুদিন পর প্যারালাইসিস আক্রান্ত হয়ে পড়েন । এক পর্যায়ে অচল হয়ে যান, এররপর করোনার কারণে সঠিক ভাবে আর চিকিৎসা নিতে পারেননি তিনি । সর্বশেষ তার বড় ভাইসহ কয়েকটি মেডিকেলে গেলেও তাকে ভর্তির সুযোগ দেয়নি।

এমতাবস্থায় তাকে কে বা কারা মসজিদে রেখে গেলেন সেই তথ্য জানা না গেলেও আবুল হোসাইনের শরীরের অবস্থার আরো অবনতি হচ্ছিল। শুয়ে থাকতে থাকতে তার কোমরের নিচে ঘা হয়ে গেছে বলে জানান তিনি ।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে সহায়তার জন্য আহ্বান জানান নিহন। প্রচুর লাইক, শেয়ার এবং ভিউ হলেও অর্থ সহায়তায় এগিয়ে আসেনি কেউ। শেষপর্যন্ত আবুল হোসাইনকে রিয়াদের সেমুছি হাসপাতালে ভর্তি করান নিহন এবং তার সহকারি লোকজন । বর্তমানে আবুল হোসাইন সেই হাসপাতালে চিকিৎসাধীন আছেন ।

উল্লেখ্য, সম্প্রতি তিনমাস ধরে রিয়াদের ফুটপাতে পড়ে থাকা নওগাঁর তসলিমকেও সেখান থেকে তুলে নিয়ে আশ্রয় দিয়েছেন একটি রুমে । তার বাড়ী জেলার সদর উপজেলার তিলোকপুর ইউনিয়ন চৌধুরী পাড়ায় । তার বাবার নাম তোফাজ্জল হোসেন । দেশে পাঠানো পর্যন্ত তার দায়িত্ব নিয়েছেন তিনি । এভাবে করোনাদুর্গত অনেক প্রবাসী করোনাসময়ে বিনা চিকিৎসায় মৃত্যু মুখে পতিত হলেও নজরে আসছেনা প্রবাসীদের সুখ দুঃখ দেখার দায়িত্বে থাকা কর্তৃপক্ষের । 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন