|| সাগর চৌধুরী, মধ্যপ্রাচ্য প্রতিনিধি ||
জাতীয় পার্টির ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সৌদি আরবে আলোচনা অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার ১লা জানুয়ারি রাতে রিয়াদে স্থানীয় একটি হলরুমে পল্লীবন্ধু পরিষদ রিয়াদ শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির রিয়াদ শাখা সভাপতি কামরুজ্জামান কাজল।
জাতীয় পার্টি নেতা কবির আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টির সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম শামীম, উপদেষ্টা মাসুদ রানা রবিউল, সিনিয়র সহ সভাপতি সামছুল হক পাটোয়ারী, মোহাম্মদ ইব্রাহিম।
এস্ময় আরও বক্তব্য রাখেন, পল্লীবন্ধু পরিষদ নেতা নয়ন ভূঁইয়া, সাইফুদ্দিন সহ আরও অনেকে। পরে কেক কেটে পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
অন্যদিকে একই দিনে সংগঠনটির জেদ্দা শাখা কমিটিও পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে।