|| কলকাতা প্রতিনিধি ||
আগামী ১ জুন (সোমবার) থেকে কলকাতা সহ পশ্চিমবঙ্গের সব ধর্মীয় উপাসনালয় খুলে দিচ্ছে রাজ্য সরকার। শুক্রবার ২৯ মে বিকেলে নবান্নে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মন্দির, মসজিদ, গির্জা কী দোষ করল? কেন্দ্র এমন করলে, কেন আমি সব বন্ধ রাখব? ১ জুন থেকে মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বার খুলবে।
তবে একসঙ্গে ১০জনের বেশি ধর্মীয় উপাসনালয়ে ঢোকা যাবে না। তিনি বলেন, লকডাউনের নিয়ম মেনে মন্দির, মসজিদ, গির্জা খুলবে’ ‘মন্দিরে ঢুকতে গেলে স্যানিটাইজারের ব্যবস্থা করতে হবে’ ‘বড় কোনও উৎসব এখন করা যাবে না’ ‘১ জুন সকাল ১০টা থেকে মন্দির খোলা যাবে’ ‘ট্রেনে হাজার হাজার লোক এলে, মন্দিরও খুলতে পারে’
এসময় মুখ্যমন্ত্রী আরও বলেন, করোনার সঙ্গে লড়াই করতে গেলে অনেক কিছু বদলাতে হবে। একসঙ্গে সবাই বাজার করতে গেলে রোগ বাড়বে। করোনার সংক্রমণ খুব দ্রুত ছড়াচ্ছে।’ প্রথম ২-৩ মাস বাংলায় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছিলাম। করোনার মধ্যেই উমপুন, জোড়া বিপর্যয়। বাসের ২০জনের বেশি নেওয়া যাবে না। অনেক লোকসান হচ্ছে, কিন্তু কী করা যাবে? বাসে ওঠার জন্য কন্ডাক্টরের গায়ে হাত দেওয়া যাবে না। বাসে যা আসন আছে, তাতেই যাবেন, দাঁড়িয়ে যাওয়া যাবে না। ‘অনেকে গুজব ছড়াচ্ছে, বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে। কোনও কিছু নিশ্চিত না হয়ে শেয়ার করবেন না।
সসা/তৌহিদুর/এসএম/এসকে