সদ্যজাত সন্তানসহ মায়েদের সীমান্ত পার হতে দিচ্ছে না ইসরায়েল

এই দুই মা তাদের সদ্যজাত সন্তানসহ পশ্চিম তীর ছেড়ে যেতে চাইছিলেন জর্ডানে। রোববার দুই মাকে যেতে দিতে চাইলেও সেনারা বাধ সাধে এই বলে যে, সদ্যজাত সন্তানকে সঙ্গে নিতে পারবেন না মায়েরা।

|| বার্তা সারাবেলা ||

ফিলিস্তিনীদের প্রতি মাত্রা ছাড়িয়ে যাওয়া অত্যাচার নির্যাতন আর জাতি নির্মূলের চলমান অভিযানে যুক্ত হলো আরেক অকথ্য নজির। এবার দেশটির সেনারা দুই ফিলিস্তিন মায়ের সঙ্গে যেতে দিল না তাদের সদ্যজাত সন্তানকে।

এই দুই মা তাদের সদ্যজাত সন্তানসহ পশ্চিম তীর ছেড়ে যেতে চাইছিলেন জর্ডানে। রোববার দুই মাকে যেতে দিতে চাইলেও সেনারা বাধ সাধে এই বলে যে, সদ্যজাত সন্তানকে সঙ্গে নিতে পারবেন না মায়েরা।

ফিলিস্তিন কর্তৃপক্ষের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব তথ্য জানিয়ে বলছে, ফিলিস্তিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই দুই মায়ের সঙ্গে তাদের সদ্যজাত সন্তানদেরকেও নিবন্ধিত করা হয়েছে।

কিন্তু মা দু’জন রোববার যখন জর্ডানের সঙ্গে ইসরায়েল নিয়ন্ত্রিত বাদশাহ হুসেইন সীমান্ত পার হতে চাইছিলেন, তখনই বাধ সাধে ইসরায়েলি কর্তৃপক্ষ। তাদের এককথা মায়েরা তাদের নথিপত্রে নিবন্ধিত হলেও তাদের সদ্যজাত সন্তানদের নিবন্ধন নেই। তাই জর্ডানে যেতে হলে মায়েদেরকে তাদের সদ্যজাত সন্তানদের রেখে যেতে হবে।

ফিলিস্তিন পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের এমন নিষ্ঠুরতার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, মায়েদের সঙ্গে যে কোন জায়গায় যাওয়ার জন্মগত অধিকার রয়েছে শিশুদের।পররাষ্ট্র কর্মকর্তারা বলছেন, যে দু’জন মা জর্ডানে যাচ্ছিলেন, তাদের স্বামীরা সেখানে কাজ করেন। আর সদ্যজাত সন্তানদের নিয়ে তাদের বাবা’র কাছেই যাচ্ছিলেন তারা।

ফিলিস্তিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আহমাদ আল-দিক বলেন, “দখলদার রাষ্ট্রের এই ধরণের অবস্থান অতি অবশ্যই জেনেভা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘণ। কাজের খোঁজে বিশ্বের যে কোন স্থানে যে কোন মানুষের যাওয়ার স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে এই জেনেভা কনভেনশনে। তাছাড়া ঐ দুই মায়ের কাছে ফিলিস্তিন কর্তৃপক্ষের দেওয়া বৈধ প্রামাণিক দলিলাদি রয়েছে।”

সংবাদ সূত্র: দ্য নিউ আরব

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন