|| অন্যদেশ ডেস্ক ||
মার্কিন যুক্তরাষ্ট্রে গেল ২৪ ঘন্টায় করোনাভাইরাস সংক্রমণে ৪ হাজার ৪৯১ জন মারা গেছে। দেশটিতে একদিনে সর্বোচ্চ সংখ্যক মানুষ মারা যাওয়ার এই খবরটি এমন এক সময়ে এলো যখন কিনা মার্কিন অধিপতি ডোনাল্ড ট্রাম্প ধাপে ধাপে লকডাউন তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন।
যুক্তরাষ্ট্র সময় বুধবার ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তের হার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এখন এটির সূচক নিচের দিকেই নামবে। এই বিবেচনায় স্থানীয় সময়ে বৃহস্পতিবার তিনি ঘোষণা করেন লকডাউন তুলে নেওয়ার পরিকল্পনা।
জন্স হপকিন্সের পরিসংখ্যান বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃতের সংখ্যা এখন পর্যন্ত ৩২ হাজার ৯১৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টাতেই মারা গেছে ৪ হাজার ৪৯১ জন। করোনা সংক্রমণ শুরু হওয়া থেকে মার্কিন যুক্তরাষ্টে এর আগে এক দিনে এত মানুষ মারা যায়নি।
তবে হোয়াইট হাউস আগেই জানিয়েছিল, নিউইয়র্কে বহু মানুষের অনেক মানুষের মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত সন্দেহে। তাঁদের অনেকেরই মৃত্যুর কারণ নিশ্চিত করা হবে। গত সপ্তাহে নিউইয়র্ক সিটি প্রশাসন ঘোষণা করেছিল, করোনা আক্রান্ত সন্দেহে মৃত্যু হয়েছে ৩৭৭৮ জনের। তাঁদের মৃত্যু করোনার কারণেই কিনা, ধাপে ধাপে তা নিশ্চিত করা হবে। হোয়াইট হাউসের একটি সূত্রে দাবি করা হয়েছে, এই ৪ হাজার ৪৯১ জনের মধ্যে ওই সম্ভাব্য মৃতদের একটা বড় অংশ থাকতে পারে। সেই অংশটি বাদ দিলে অবশ্য মৃতের সংখ্যা রেকর্ড ছাড়ায়নি।
বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যায় আমেরিকার অবস্থান এখন এক নম্বরে। এর পরেই রয়েছে ইতালি যেখানে মারা গেছে ২২ হাজারের বেশি মানুষ। যদিও ইতালির জনসংখ্যা আমেরিকার প্রায় পাঁচ ভাগের এক ভাগ। এর পরই স্পেনে মারা গেছে ১৯ হাজারের বেশি এবং তার ফ্রান্সে ১৮ হাজার মানুষ মারা গেছে।
আমেরিকায় এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৭১ হাজার ৪২৫। মার্কিন সময় অনুযায়ী বুধবার রাতে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছিলেন, মৃত্যু ও আক্রান্তের সংখ্যার সর্বোচ্চ সংখ্যা পার করে আসার পর এ বার লকডাউন তোলার পালা। রাজ্যগুলির গভর্নরদের সঙ্গে কথা বলে ধাপে ধাপে লকডাউন তোলার প্রক্রিয়া শুরু করা হবে। শিথিল করা হবে লকডাউনের নিয়মকানুনও। কানেক্টিকাটের গভর্নর ইতিমধ্যেই লকডাউন তোলার ঘোষণা করেছিলেন। কিন্তু তার মধ্যে মৃত্যুর এই পরিসংখ্যান আসার পর নতুন করে উদ্বেগ বেড়েছে হোয়াইট হাউসের।#
![](https://i0.wp.com/sangbadsaradin.net/wp-content/uploads/2021/08/kabul-airport-attack-270821-01.jpg?fit=300%2C188&ssl=1)