যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ ১১৬৯ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ১১৬৯ জন মারা গেছে। সারাবিশ্বে প্রাণঘাতী এই ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়বার পর থেকে কোন দেশে একদিনে মৃত্যুর এই সংখ্যা সর্বোচ্চ।
বৈশ্বিক এই মহামারি ছড়িয়ে পড়ার পর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে ৫ হাজার ৯২৬ জন মারা গেছে।বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে জনস হপকিন্স ইউনিভার্সিটি।
বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়, এরআগে করোনাভাইরাসে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল ইতালির। গত ২৭শে মার্চ দেশটিতে এই ভাইরাসে মারা যায় ৯৬৯ জন।
বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃত্যুর ক্ষেত্রে বর্তমানে ইতালিতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে এ ভাইরাসে এখন পর্যন্ত মারা গেছে ১৩ হাজার ৯১৫ জন। এর পরের অবস্থানে রয়েছে স্পেন। সেখানে করোনাভইরাসে ১০ হাজার ৩ জন মারা গেছে।
জনস হপকিন্স জানায়, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ ভাইরাসে নতুন করে আরো ৩০ হাজারের বেশি লোক আক্রান্ত হয়েছে। এনিয়ে দেশটিতে সরকারি হিসাব অনুযায়ী এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২ লাখ ৪৩ হাজারে দাঁড়ালো।
নিউইয়র্ক সিটি স্বাস্থ্য কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানায়, আমেরিকায় করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কেন্দ্রস্থল এ মহানগরীতে করোনাভাইরাসে প্রায় ৫০ হাজার আক্রান্ত ও ১ হাজার ৫শ’ জনের বেশি মারা গেছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ব্রিফিংয়ে বলেন, ‘আমরা এখন প্রতিদিন লক্ষাধিক মানুষের করোনাভাইরাস পরীক্ষা করছি। এ সংখ্যা বিশ্বের অন্য যেকোন দেশের চেয়ে অনেক বেশি।
যুক্তরাষ্ট্রে এ ভাইরাসে ১ লাখ থেকে ২ লাখ ৪০ হাজার মানুষ মারা যেতে পারে বলে হোয়াইট হাউস ধারণা করছে।#

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন