মসজিদে তারাবি নামাজ বন্ধ করল সৌদি সরকার

|| অনলাইন ডেস্ক ||
করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে না এলে রোজার মাসে মসজিদে তারাবির নামাজেও নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি সরকার। মুসল্লিদের ঘরেই তারাবির নামাজ আদায় করার আহ্বান জানানো হয়েছে।
টিভি চ্যানেলের সাক্ষাৎকারে শনিবার দেশটির ইসলামবিষয়ক মন্ত্রী শেখ ড. আব্দুল লতিফ বিন আবদুল আজিজ আশ-শেখ নিষেধাজ্ঞার কথা জানিয়ে মুসল্রিদের প্রতি আহ্বান জানিয়েছেন ঘরেই নামাজ আদায় করতে। এ খবর দিয়েছে দেশটির সংবাদপত্র সৌদি গেজেট।
এই মহামারী শিগরিরই দূর হওয়ার প্রার্থণা করে সৌদি মন্ত্রী বলেন, শুধু তারাবির নামাজ নয়, তার চেয়ে বেশি জরুরি ফরজ নামাজ মসজিদে না গিয়ে ঘরেই আদায় করা।
মন্ত্রী আব্দুল লতিফ শেখকে উদ্ধৃত করে আল রিয়াদ পত্রিকার খবরে বলা হয়, ‌’মসজিদে হোক, ঘরে হোক আল্লাহ সর্বশক্তিমান যেন তারাবি নামাজ কবুল করেন আমরা সেই প্রার্থনা করি। কারণ এটা মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য।
সরকারের নির্দেশনা অনুযায়ী, এই মহামারীতে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির পরিবারের পাঁচ থেকে ছয় জন তার জানাজায় অংশ নিতে পারবে।
মন্ত্রী বলেন, সমাবেশের বিষয়ে বিধিনিষেধের আওতায় এই সতর্কতা নেওয়া হয়েছে। জানাজার নামাজ ফরজ নামাজের চেয়ে বড় নয়। তাই এটা একা একা পড়া সম্ভব। কারণ এক জায়গায় বেশি লোকের সমাবেশ যাতে না হয় তা নিশ্চিত করতে হবে। তা না হলে ভাইরাস ছড়ানোর সম্ভাবনা থাকে।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গেল রোববার সৌদি আরবজুড়ে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়। দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত হয়েছে মোট ৪ হাজার ৩৩ জন। মারা গেছেন ৫২ জন। উপসাগরীয় ছয় আরব দেশের মধ্যে এ সংখ্যা সবচেয়ে বেশি।
ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সৌদি আরব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করেছে, ওমরাহ বাতিল করেছে এবং বেশিরভাগ জনসমাগম স্থানও বন্ধ করেছে। উপসাগরীয় অন্যান্য দেশগুলোও একই ধরনের সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছে।#

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন