|| সাগর চৌধুরী, সৌদি আরব থেকে ||
করোনা সামাল দিতে সৌদি আরবের মক্কা মদিনা এই দুই শহরেই চলছে কারফিউ। সংক্রমণ এড়াতে রোজাতেও মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিতে তারাবীহসহ বন্ধ থাকছে ওয়াক্তের নামাজ। দেশটির স্বাস্থ্য বিষয়ক যৌথ কমিটির পরামর্শে এই সিদ্ধান্ত জানিয়েছে সরকার।
২০শে এপ্রিল সোমবার রাতে হারামাইন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. আব্দুর রহমান আস সুদাইস এই তথ্য জানিয়ে বলেছেন, করোনা সংক্রমণ ঝুঁকিতে রোজার মাসে তারাবীহ ও তাহাজ্জুদের নামাজ সংক্ষেপ করে ৫ সালামে অর্থাৎ দশ রাকাত পড়া হবে। হারমাইনে বন্ধ থাকবে ইতিকাফ ও ইফতার কর্মসূচি। তবে, হারমাইনের ইফতার মক্কা ও মদিনা দুই শহরেই চালু থাকবে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে ওমরাহ হজ্জ।

এদিকে পরিস্থিতি সামাল দিতে দেশটির নাগরিক এবং অভিবাসীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য বিভিন্ন প্রদেশের প্রবেশ মুখে সবাইকে প্রাথমিক করোনা টেষ্ট করা হচ্ছে। করোনা প্রতিরোধে সৌদি স্বাস্থ্যকর্মী’রা মাঠ পর্যায়ে শ্রমিক ক্যাম্প এবং বাসাবাড়িতে গণহারে করোনা পরীক্ষা করছেন।
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবশেষ তথ্য অনুযায়ী , ২০শে এপ্রিল সৌদি আরবে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১১২২ জন। এনিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৪৮৪ জনে। নতুন করে ৬ জন মারা যাওয়ায় দেশটিতে মৃত্যের সংখ্যা দাঁড়িয়েছে ১০৩ জনে। অন্যদিকে সুস্থ হয়েছেন ৮৮ জন, দেশটিতে সর্বমোট সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১ হাজার ৪৯০ জন।
উল্লেখ করবার মত তথ্য হচ্ছে, আক্রান্তদের মধ্যে ২৭ শতাংশ সৌদি এবং বাকি ৭৩ শতাংশই অভিবাসী মানুষ। যাদের মধ্যে পুরুষ ৭৭ শতাংশ আর ২৩ শতাংশ নারী।
এদিকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া এই মহামরি সামাল দিতে অগ্রনী ভূমিকায় থাকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র (ডব্লিউএইচও) কার্যক্রম এগিয়ে নিতে ৫০০ মিলিয়ন ডলারের অনুদান দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ।#