মক্কা অবরুদ্ধই থাকছে দেশের অন্যত্র কারফিউ শিথিল

|| সাগর চৌধুরী, সৌদি আরব থেকে ||

করোনায় জারি করা কারফিউ শিথিল করা হয়েছে সৌদি আরবে। তবে মক্কা নগরীতে আগের মতই লকডাউন অব্যাহত থাকবে। রোববার ২৬শে এপ্রিল এই আদেশ দিয়েছেন দেশটির দুই পবিত্র মসজিদের রক্ষক বাদশাহ সালমান।

রাজকীয় আদেশে বলা হয়েছে, রাজ্যের সব এলাকায় জারি করা কারফিউ কিছুটা শিথিল করা হয়েছে। মানুষজন এখন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বাইরে বেরোতে পারবেন। করতে পারবেন কেনাকাটা। খোলা থাকবে শপিং মল, পাইকারি ও খুচরো কেনাবেচার দোকান পাট। এই সুযোগ আপাতত আসছে ২৯শে এপ্রিল বুধবার থেকে ১৩ই মে ২০শে রমজান পর্যন্ত বহাল থাকবে। তবে শপিং মলের ভেতরের বিউটি পার্লার, চুল কাটার দোকান, জিম, সিনেমা হল ও রেস্টুরেন্টের মত প্রতিষ্ঠান বন্ধই থাকছে।

রোজা উপলক্ষে সীমিত পরিসরে আর্থিক কার্যক্রম চালু করার পাশাপাশি মানুষের জীবনকে কিছুটা সহজ করতে দেশের সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করেই রাজকীয় এই আদেশে জারি করা হয়েছে।

কারখানা ও কনট্র্যাক্ট্রিং কোম্পানিগুলো তাদের কার্যক্রম শুরু করতে পারবে জানিয়ে আদেশে বলা হয়েছে, এসব কোম্পানি ব্যবসার ধরণমত খোলা রাখার সময় ঠিক করে নিতে পারবে।

স্বাস্থ্য মন্ত্রনালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুমোদিত নির্দেশনা, সতর্কতা এবং প্রতিরোধ ব্যবস্থার ভিত্তিতে অর্থনৈতিক, বাণিজ্যিক ও শিল্প কল কারখানার  কার্যক্রম পরিচালনা করতে হবে। কর্তৃপক্ষ সবসময় করোনা প্রতিরোধমূলক ব্যবস্হা  পর্যবেক্ষণ করবে।

বিয়ে, শোকের অনুষ্ঠান, এবং অন্য কোন আনন্দ অনুষ্ঠান যেখানে পাঁচজনের বেশী লোকের সমাগম হয় সেগুলো আগের মতই বন্ধ থাকবে। এছাড়া সামাজিক দূরত্ব নিশ্চিত করতে নিরাপত্তা সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে রাজকীয় আদেশে।   

আদেশে এও বলা হয়েছে, বিধিনিষেধ অমান্যকারীকের আর্থিক জরিমানা গুণতে হবে। এবং যেসব প্রতিষ্ঠান নির্দেশনা ও নিষেধাজ্ঞা না মানবে বিধিমত তাদের প্রতিষ্ঠান বন্ধও করে দেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন