ভারতে লকডাউনের মধ্যেই চালু হচ্ছে যাত্রীবাহী ট্রেন

ভারতজুড়ে ১৭ মে তৃতীয় দফার লকডাউন শেষ হলেও মঙ্গলবার ( ১২ মে ) থেকে চালু হচ্ছে যাত্রীবাহী ট্রেন চলাচল। প্রথম দফায় ১৫ জোড়া প্যাসেঞ্জার ট্রেন দেশের ১৫ শহরে চলবে বলেছে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এসব ট্রেনের জন্য সোমবার বিকেল ৪টে থেকে অনলাইনে টিকিট বুকিং করতে পারবেন যাত্রীরা।

দেশজুড়ে টানা লকডাউন চলাকালীন সময় মালবাহী ট্রেন ও শ্রমিক স্পেশাল চালানো হলেও, প্যাসেঞ্জার স্পেশাল চালানোর সিদ্ধান্ত এই প্রথম।আপাতত ওই ১৫ জোড়া প্যাসেঞ্জার ট্রেন যাবে নয়াদিল্লি স্টেশন থেকে দেশের ১৫টি শহরে। তার মধ্যে রয়েছে  হাওড়া, ডিব্রুগড়, আগরতলা, পটনা, বিলাসপুর, রাঁচী, ভুবনেশ্বর, সেকেন্দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, তিরুঅনন্তপুরম, মাডগাঁও, মুম্বই সেন্ট্রাল, আমদাবাদ এবং জম্মু-তাওয়াই। ধাপে ধাপে প্যাসেঞ্জার ট্রেনের সংখ্যা আরও বাড়ানো হবে বলে রেলের তরফে জানানো হয়েছে।

এদিকে আগামিকালই হাওড়া থেকে রওনা দেবে নয়া দিল্লির ট্রেন। তবে, এর মাঝে আসানসোল, ধানবাদ, পরশনাথ, গয়া, দিনদয়াল উপ্যাধ্যায়, প্রয়াগরাজ, কানপুর সেন্ট্রাল স্টপেজ দেওয়া হবে। রেলের তরফে জানানো হয়েছে, যেসব যাত্রীদের কনফার্ম টিকিট থাকবে তারাই একমাত্র নয়াদিল্লি স্টেশনে ঢুকতে পারবেন। যাত্রীদের সবাইকে মাস্ক পরে আসতে হবে। স্টেশনে ঢোকার মুখে খুঁটিয়ে পরীক্ষা করা হবে যাত্রীদের। যাদের করোনা উপসর্গ থাকবে তারা যেতে পারবেন না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন