|| বার্তা সারাবেলা (রয়টার্স) ||
ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম শহরে শিপইয়ার্ডে নতুন একটি ক্রেন ভেঙ্গে পড়ে মারা গেছে ১০ শ্রমিক। নতুন ক্রেনটির ভার বহনের ক্ষমতা পরীক্ষা করার সময়ে সেটি কর্মরত শ্রমিকদের মাথার ওপর ভেঙে পড়ে।
স্থানীয় পুলিশের ডেপুটি কমিশনার সুরেশ বাবু জানান, শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে বিশাখাপত্তনমে হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেডে এ দুর্ঘটনা ঘটেছে। নতুন আসা একটি ক্রেন কতটা ভার বহন করতে পারবে তারই পরীক্ষা চলছিল শিপইয়ার্ডে। ঠিক সে সময়ই ক্রেনটি ভেঙে পড়ে। এতে ঠিক কতজন ক্রেনের নিচে চাপা পড়েছে তা এখনো জানা যায়নি। তবে আহত একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। উদ্ধারকর্মীরা ক্রেনটি কেটে টুকরো টুকরো করে সেটি সরিয়ে ফেলার চেষ্টা করে। ক্রেনটি সরানোর পরই সেখানে কেউ জীবিত আছেন কিনা তা জানা যাবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা সুরেশ।
ভারতীয় পত্রিকাগুলো জানিয়েছে, দুর্ঘটনার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে, ওই বিশাল আকৃতির ক্রেনটি কীভাবে হুড়মুড় করে ভেঙে পড়ছে। ওই সময় ক্রেনটির নীচেই কাজ করছিলেন শ্রমিকরা। আচমকা সেটি ভেঙে পড়ায় অনেকেই সরে যেতে পারেননি।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি দুর্ঘটনার খবর পাওয়ার পর বিশাখাপত্তনম জেলা প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। কেন কীভাবে ক্রেনটি ভেঙ্গে পড়ল তা খতিয়ে দেখতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি।
বিশাখাপত্তমের হিন্দুস্তান শিপ ইয়ার্ডে জাহাজ নির্মাণ, মেরামতি, সাবমেরিন তৈরির কাজও হয়। গত কয়েক মাসে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে এ শহরে। তিনমাস আগে সেখানে এলজি পলিমার্স কারখানা থেকে গ্যাস লিকের ঘটনায় কয়েক জনের মৃত্যু হয়েছিল। জুলাইয়েও এ শহরের একটি কারখানায় বিস্ফোরণ ঘটেছিল।