বেনাপোল সীমান্ত খুলে ট্রাকভর্তি পণ্য খালাস করতে বিজিপির আহবান

|| সারাবেলা প্রতিবেদক, কলকাতা ||  
বেনাপোল-হরিদাসপুর পেট্রোপোল সীমান্তে আটকে থাকা ট্রাকভর্তি পণ্য খালাস করা ও সীমান্ত খুলে দিতে পশ্চিমবঙ্গ সরকারের প্রতি আহবান জানিয়েছেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এক ভিডিও বার্তায় এই আহবান জানান তিনি।
রাহুল সিনহা বলেন কেন্দীয় স্বরাষ্টমন্ত্রকের পক্ষ থেকে রাজ্য মুখ্যসচিবের কাছে দেওয়া চিঠিতে পরিষ্কারভাবে বলা হয়েছে  সীমান্তের দুইধারে প্রচুর পণ্যভর্তি ট্রাক দাঁড় করিয়ে রাখায় প্রচুর মাল নষ্ঠ হচ্ছে, সেখানকার ড্রাইভার ও শ্রমীকরা সবাই সংকটে।

তিনি বলেন একদিকে রাজ্য খাদ্য সংকটে তারপরেই এই সমস্ত মাল কেন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ? এই প্রশ্ন কেন্দীয় স্বরাষ্টমন্ত্রীকে জানতে চেয়ে অবিলম্বে এর আশু নিরসন করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন। এ সময় তিনি সীমান্তে নানা অনিয়মের অভিযোগও করেন।

প্রসঙ্গত গত ২৪ এপ্রিলই নেপাল, ভুটান ও বাংলাদেশ সীমান্ত দিয়ে জরুরি জিনিসপত্রের চলাচলে ছাড় দিতে হবে বলে জানিয়েছিল কেন্দ্র। সেই সময় নির্দেশ বাস্তবায়ন করে একটি রিপোর্টও পাঠাতে বলেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কিন্তু রাজ্যের কাছ থেকে সংশ্লিষ্ট বিষয়ে কোনও রিপোর্ট এখনও পায়নি বলে উল্লেখ করে বাংলাদেশ সীমান্ত দিয়ে পণ্য পরিবহণ চালু করতে ফের নির্দেশ দিয়ে মঙ্গলবার রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দেন  কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব।

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, সামগ্রিক ভাবে লকডাউন ও প্রোটোকল মানা হচ্ছে। পেট্রাপোলে কিছু ‘পাবলিক ইসু’ রয়েছে। কিছু মানুষ সীমান্তে একটু ‘ইমোটিভ কমোশনে’ রয়েছেন। তাই বিষয়টা এই দিশায় চালিত হচ্ছে।  সব দিক গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সময়মতো জানানো হবে বলে মন্তব্য করেন তিনি।

সসা/টিআর/এসএম

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন