বিশ্বে সবচেয়ে দ্রুত করোনা সংক্রমনের দেশ এখন ভারত

বিশ্বে যে কোনো দেশের তুলনায় দ্রুত করোনা সংক্রমনের দেশ এখন ভারত। দেশটিতে দৈনিক গড়ে ৭৫ হাজারের বেশি করোনা আক্রান্ত শনাক্ত হচ্ছে। এর মধ্য দিয়ে করোনা ছড়ানোর রেকর্ড গড়লো দেশটি। দ্য নিউ ইয়র্ক টাইমস।

।। অন্যদেশ বার্তা সারাবেলা ।।

বিশ্বে যে কোনো দেশের তুলনায় দ্রুত করোনা সংক্রমনের দেশ এখন ভারত। দেশটিতে দৈনিক গড়ে ৭৫ হাজারের বেশি করোনা আক্রান্ত শনাক্ত হচ্ছে। এর মধ্য দিয়ে করোনা ছড়ানোর রেকর্ড গড়লো দেশটি। দ্য নিউ ইয়র্ক টাইমস।

দেশটির জনাকীর্ণ শহুরে জীবন, লকডাউন অব্যবস্থাপনা এবং আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের খুঁজে বের করার ব্যাপারে রাষ্ট্রীয় উদাসীনতায় করোনা পরিস্থিতি এমন ভয়াবহ আকার ধারণ করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এমনকি, বঙ্গোপসাগরের ভারতীয় অংশের দ্বীপপুঞ্জ আন্দামান নিকোবরের মোট জনগোষ্ঠীর এক-ষষ্ঠাংশ করোনা আক্রান্ত বলে স্থানীয় জানিয়েছে গণমাধ্যমগুলো ।

এ ব্যাপারে ভারতের জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের বরাতে নিউ ইয়র্ক টাইমস জানায়, রাজ্য সরকারগুলো অর্থনৈতিক ক্ষতির হাত থেকে বাঁচার জন্য লকডাউন শিথিলের ঘোষণা দেওয়ার সঙ্গেসঙ্গেই দৈনিক সংক্রমণ লাফিয়ে কয়েকগুণ বেড়েছে। মানিপাল মেডিকেল কলেজের স্বাস্থ্য গবেষক ডা. অনন্ত ভান বলছেন, অবস্থাদৃষ্টে যা মনে হচ্ছে করোনা সংক্রমণের আরও ভয়াবহ রূপ দেখতে যাচ্ছে ভারত। ধাপে ধাপে ভারত বিশ্বে করোনা সংক্রমণে প্রথম স্থানের দিকে অগ্রসর হচ্ছে – বলেও তিনি মন্তব্য করেছেন।

তিনি আরও বলেন, মার্চ-মে পর্যন্ত কঠোর লকডাউনের আওতায় থাকা অবস্থায় করোনা সংক্রমণ কেবলমাত্র শহর এলাকাগুলোতে পাওয়া যেত। কিন্তু, লকডাউন শিথিলের সঙ্গেসঙ্গেই ভারতের প্রত্যন্ত অঞ্চলেও করোনা ছড়িয়ে পড়েছে।

এদিকে, কোভিড-১৯ পরিস্থিতি সামাল দিতে ভারতের সরকারি হাসপাতালগুলো হিমশিম খাচ্ছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। এক্ষেত্রে, করোনায় আক্রান্ত নন এমন সংকটাপন্ন রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা হচ্ছে না – বলে জানিয়েছে ওই প্রভাবশালী সংবাদমাধ্যম।

ভারতে মোট ৩০ লাখের বেশি করোনা আক্রান্তকে শনাক্ত করা সম্ভব হয়েছে। বৈশ্বিক মহামারিতে দেশটিতে ইতোমধ্যে মারা গেছেন ৬০ হাজারের বেশি মানুষ। আক্রান্ত ও মৃতের মোট সংখ্যার দিক দিয়ে তৃতীয়স্থানে থাকলেও দেশটি সব দেশকে ছাড়িয়ে গেছে দৈনিক গড় সংক্রমণের সংখ্যায়।

বৈশ্বিক তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে বর্তমানে দৈনিক গড় সংক্রমণ ৩০-৪০ হাজারের মধ্যে ওঠানামা করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন