।। সারাবলা ডেস্ক ।।
গত ছয় দিনে গোটা পৃথিবীতে সনাক্ত রোগীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। মাত্র সাত মাসের ব্যবধানে এ ভাইরাস ৫ লাখের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়ে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের উপাত্ত অনুযায়ী, ২৮ জুন বাংলাদেশ সময় বিকালে সাড়ে ৪টায় বিশ্বে মোট শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ কোটি ১ হাজার ৫২৭ জন। শনিবার বেলা সাড়ে ১১টায় ওই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ১০ লাখ ৭৪ হাজার ৮৭৮ জনে।
বাড়ছে ব্রাজিলসহ দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে সংক্রমনের হার। নতুন করে আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে সংক্রমনের সংখ্যা হু হু করে বাড়ছে।
পৃথিবীর বিভিন্ন দেশে বিধিনিষেধ শিথিলতার কারণেই সংক্রমনের হার নতুন করে বাড়ছে বলে বিশেষজ্ঞদের মত।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে নতুন ধরনের এই করোনাভাইরাসের সংক্রমণ মানবদেহে ধরা পড়ে।
প্রথম সংক্রমণ ধরা পড়ার পর চার মাসের মাথায় ১ এপ্রিল বিশ্বে শনাক্ত রোগীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যায়। এর পরের সাত সপ্তাহে আরও ৪০ লাখ মানুষের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় ২১ মে আক্রান্তের সংখ্যা অর্ধ কোটি ছাড়িয়ে যায়। পরের ৫০ লাখ রোগী শনা্ক্ত হয় আরও কম সময়ে, মাত্র পাঁচ সপ্তাহে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে রয়টার্স লিখেছে, প্রতিবছর বিশ্বে যত লোক মারাত্মক ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়, সাত মাসে মোটামুটি তার দ্বিগুণ মানুষকে সংক্রমিত করেছে নতুন এ করোনাভাইরাস।
সংবাদ সারাবেলা/নাআ/সেখা