।।বার্তা সারাবেলা।।
অরুণাচল থেকে নিখোঁজ পাঁচ বেসামরিক নাগরিক চীনের হাতে বন্দী কিনা জানতে চেয়েছিল ভারতীয় সেনাবাহিনী। জবাবে চীন বলেছে, দক্ষিণ তিব্বতের অংশবিশেষ নিয়ে কথিত অরুণাচল প্রদেশকে চীন কখনো স্বীকৃতি দেয়নি।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান সোমবার বেইজিংয়ে নিয়মিত ব্রিফিংয়ে বলেন, চীন ও ভারতের সীমান্তের পূর্বাংশ এবং দক্ষিণ তিব্বত নিয়ে চীনের অবস্থান অনড় ও স্পষ্ট। চীনা ভূখণ্ডের উপর অবৈধভাবে গঠিত কথিত অরুণাচল প্রদেশকে আমরা কখনো স্বীকৃতি দিইনি।
অরুণাচল প্রদেশের চীন সীমান্তবর্তী সুবংসিরি জেলা থেকে গত সপ্তাহে পাঁচ বেসামরিক নাগরিক নিখোঁজ হয়। ভারতীয় সেনাবাহিনীর গাইড ও কুলি হিসেবে নিযুক্ত এসব মানুষ চীনা বাহিনীর হাতে বন্দী কিনা নয়াদিল্লীর পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল। শনিবার চীনা প্রতিপক্ষের কাছে পাঠানো এক বার্তায় ভারতীয় সেনাবাহিনী বিষয়টির সত্যতা জানতে চায় এবং বন্দী থাকলে তাদের ছেড়ে দেয়ার অনুরোধ জানায়।
ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্ণেল হর্ষ বর্ধন পাণ্ডে বলেন, আমরা তাদের সঙ্গে হটলাইনে কথা বলেছি এবং পাঁচ বেসামরিক নাগরিক তাদের হাতে আটক থাকলে ছেড়ে দেয়ার অনুরোধ করেছি।
সোমবারের ব্রিফিংয়ে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র উপরোক্ত মন্তব্য করেন। তিনি আরও বলেন, নির্দিষ্টভাবে যাদের কথা জানতে চাওয়া হয়েছে তাদের বিষয়ে আমি কিছু অবহিত নই।