কলকাতা প্রতিনিধি:
শেষ চব্বিশ ঘন্টাশ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পশ্চিমবঙ্গে আরও ৪ জনের মৃত্যুর পর রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হল ৭২জন। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন ১১২ জন। ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা হল ১৪৫৬ জন। বুধবার বিকেলে নবান্নে সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক টুইট বার্তায় জানান, মেডিক্যাল কলেজ হাসপাতালকে কোভিড-১৯ হাসপাতাল করা হচ্ছে। যার শয্যার সংখ্যা ৫০০। ফলে রাজ্যে কোভিড হাসপাতাল হল ৬৮ টি।
ভিন রাজ্যে আটকে পড়া থেকে শুরু করে করোনা টেস্ট, কোভিড-১৯ হাসপাতালের সংখ্যা বাড়ানো-সহ করোনা মোকাবিলায় সব রকমের পদক্ষেপ করা হচ্ছে বলেও সাংবাদিক সম্মেলনে জানান স্বরাষ্ট্র সচিব। তিনি বলেন, “প্রতিদিন করোনা টেস্টের সংখ্যা আগের থেকে বেড়ে গিয়েছে। এই মুহূর্তে রাজ্যে ১০টি সরকারি এবং পাঁচটি বেসরকারি ল্যাবরেটরিতে করোনার টেস্ট করা হচ্ছে। এই সংখ্যা আরও বাড়বে। আরও ১০টি হাসপাতালে টেস্টের জন্য আইসিএমআর-এর কাছে অনুমতি চাওয়া হয়েছে।”
করোনা মোকাবিলায় কীভাবে রাজ্য সরকার নানা পদক্ষেপ করছে, তার একটি পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, খুব শীঘ্রই এনআরএস এবং বাঁকুড়া মেডিক্যাল কলেজে কোভিড-১৯ টেস্ট শুরু হবে। অনুমতির অপেক্ষায় আছি। এক মাস আগেও দিনে ২৫০টি টেস্ট হতো। এখন দিনে আড়াই হাজার টেস্ট হচ্ছে। গত ২৪ ঘণ্টায় টেস্ট হয়েছে ২৫৭০ জনের। এখনও পর্যন্ত মোট ৩০ হাজার ১৪১ জনের টেস্ট হয়েছে। সেই সঙ্গে পুল টেস্টিং-সহ নানা ধরনের টেস্টের বিষয়েও রাজ্য যথেষ্টই তৎপর বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রসচিব।
সসা/তৌহিদুর রহমান/নাআ/সেখা