কলকাতা প্রতিনিধি:
পশ্চিমবঙ্গে করোনায় মৃত বেড়ে হল ৯৯ জন। শেষ চব্বিশ ঘণ্টায় নতুন করে ১১ জনের মৃত্যু হয়েছে। এসময় রাজ্যে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১০৮ জন। ফলে রাজ্যে এখন মোট আক্রান্ত ১ হাজার ৭৮৬ জন। শনিবার বিকেলে নবান্নে এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। গত ২৪ ঘণ্টায় ৪৯ জন করোনা-মুক্ত হয়েছে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রসচিব বলেন, রাজ্যে এখনও পর্যন্ত সংক্রমণ-মুক্ত ৩৭২ জন এবং এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ২৪৩ জন।
সাংবাদিক সম্মেলনে স্বরাষ্ট্রসচিব বিভিন্ন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের বিষয়ে বলেন, বিভিন্ন রাজ্য থেকে একাধিক ট্রেন পরিযায়ী শ্রমিকদের নিয়ে আসছে। বৃন্দাবন, বারাণসী, মথুরা থেকে তীর্থযাত্রীদেরও ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। যেসব পরিযায়ী শ্রমিকরা হেঁটে সীমান্তে চলে যাচ্ছেন, তাঁদের স্বাস্থ্যপরীক্ষা করে প্রতিবেশী রাজ্যের পরিযায়ী শ্রমিকদের নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিচ্ছে প্রশাসন। বিশেষ বাসে করে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
বাংলায় আটকে পড়া ভিনরাজ্যের প্রায় ১৯ হাজার নাগরিক নিজ রাজ্যে ফিরেছেন। অন্য রাজ্য থেকে এ রাজ্যে ফিরছেন প্রায় ৬ হাজার নাগরিক পাশাপাশি বিদেশে আটকে থাকা বাঙালিদের ফেরাতেও বিশেষ বিমানে ফেরানোর জন্য রাজ্য সরকার প্রস্তুত বলে জানান আলাপন বন্দ্যোপাধ্যায়।
সসা/তৌহিদুর রহমান/নাআ/সেখা