পশ্চিমবঙ্গে একদিনে রেকর্ড সংখ্যক করোনা আক্রান্ত

|| কলকাতা প্রতিনিধি ||

পশ্চিমবঙ্গে শেষ চব্বিশ ঘণ্টায় রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছেন। শুক্রবার ৫ জুন সন্ধ্যায় প্রকাশিত স্বাস্থ্য দফতরের বুলেটিনে নতুন করে ৪২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়, যা পশ্চিমবঙ্গে একদিনে সর্বোচ্চ।এর আগে গতকাল করোনায় আক্রান্ত হয়েছিলেন ৩৬৮ জন। তার আগের তিনদিনই রাজ্যে দিনপ্রতি তিনশোরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছিলেন। শুক্রবার সেই সংখ্যা ৪০০ ছাড়িয়ে গেল।

স্বাস্থ্য ভবনের ওই বুলেটিন অনুযায়ী খবর, শেষ চব্বিশ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে করোনায়। আর এখনও পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৩০৩ জন। যাদের মধ্যে ২ হাজার ৯১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 

এদিকে ৮ জুন থেকে সরকারি বেসরকারি সব অফিস খুলে দেওয়ার পর আক্রান্তের সংখ্যা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ওদিকে স্বাস্থ্যবিধি মেনে কর্মক্ষেত্রে চলাচলের পরামর্শ দিয়েছেন চিকিৎসেরা। শহর কলকাতার মধ্যে কতটা স্বাস্থ্যবিধি মেনে চলাচল করা সম্ভব সেই প্রশ্ন তুলেছেন নিত্যযাত্রীরা। 

সসা/তৌহিদুর/এসএম/এসকে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন