ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডবে পশ্চিমবঙ্গে মৃত্যু হয়েছে ৭২ জনের। বৃহস্পতিবার নবান্নে এ তথ্য জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিপর্যয় আইনে ঘূর্ণিঝড়ে মৃতদের পরিবারকে আড়াই লক্ষ টাকা করে আর্থিক সহযোগিতা দেওয়া হবে বলেও এসময় ঘোষণা করেন তিনি । একইসঙ্গে ক্ষয়ক্ষতির পরিমান হিসেব করতে টাস্ক ফোর্সও গঠন করা হয়েছে। যাদেরকে ৭ দিনের মধ্যে ক্ষয়ক্ষতির রিপোর্ট হতে বলা হয়েছে ।
এদিন কৃষি, মৎস, খাদ্যপ্রক্রিয়াকরণ, পশুপালন দফতরের আধিকারিক ও মুখ্যসচিবকে নিয়ে একটি টাস্ক ফোর্স গঠনের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়,”কোন কোন এলাকায় ক্ষতি হয়েছে জেলাশাসকদের তার রিপোর্ট পাঠাতে বলব। ব্লক টু ব্লক সমীক্ষা করতে হবে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও কত কী লাগবে, তার যাবতীয় রিপোর্ট দিতে হবে ৭ দিনের মধ্যে।”
এদিকে কলকাতার বিভিন্ন রাস্তা গাছ ভেঙে অবরুদ্ধ হয়ে আছে। জেলার বিভিন্ন জায়গায় এখনও সরকারি পরিষেবা পৌঁছানো যাচ্ছে না। বিভিন্ন জায়গায় বন্ধ রয়েছে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট পরিষবা। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে শহর কলকাতার কিছু জায়গাসহ আশেপাশের বিভিন্ন অঞ্চলে।