|| সারাবেলা প্রতিনিধি, যুক্তরাজ্য ||
নর্থ লন্ডনের এনফিল্ডে নাহিদ আহমেদ নামে এক ব্রিটিশ বাংলাদেশী তরুণ ছুরিকাঘাতে নিহত হয়েছেন। তার বয়স ছিলো ২৬ বছর।
লন্ডন মেট পুলিশের ওয়েবসাইট থেকে জানা যায়, রোববার ১৩ই সেপ্টেম্বর রাত ১২টা ৪০ মিনিটে লন্ডন পুলিশ ও অ্যাম্বুলেন্স ছুরিকাঘাতের ঘটনাটির বিষয়ে টেলিফোনে জানতে পারে। সর্বোচ্চ চেষ্টার পরও তাকে ঘটনাস্থলেই মৃত ঘোষনা করা হয়।
ঘটনাস্থলের কাছ থেকে ৪৩ বছর বয়স্ক একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতকে মঙ্গলবার সকালে হাইবারি ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হয়। নাহিদ হত্যার ২০ মিনিট আগে এই ব্যক্তি নিজে নির্যাতিত হচ্ছে জানিয়ে পুলিশকে কল করেছিল।
হত্যার ঘটনা তদন্তে নিযুক্ত গোয়েন্দা ক্যাথরিন গুডউইন এ সংক্রান্ত কোনো তথ্য কারো কাছে থাকলে তা মেট পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছেন।